UGC, ১'লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে কলেজ, শিক্ষাবর্ষ, educational year
v

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ২০২১-২২ শিক্ষাবর্ষ নিয়ে বড়োসড়ো ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। ইউজিসির তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী ১ লা অক্টোবর থেকে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শুরু হবে নতুন শিক্ষাবর্ষ।

জানিয়ে রাখি, করোনা পরিস্থিতির জেরে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের পঠন-পাঠনে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এবার করোনা কালের মধ্য দিয়েই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের জন্য ইউজিসি ২০২১-২২ শিক্ষা বর্ষের জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছে।

নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ শে জুলাই এর মধ্যে সমস্ত বোর্ডের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তির প্রক্রিয়া যেভাবেই হোক শেষ করতে হবে এবং ১ লা অক্টোবর এর মধ্যে নয়া শিক্ষাবর্ষ শুরু করতে হবে।

ইউজিসির নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোন পড়ুয়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ৩১ শে অক্টোবরের মধ্যে কলেজ ছেড়ে অন্য কোথাও চলে যায়। তাহলে কোনরকম চার্জ ছাড়াই সেই ক্ষেত্রে ভর্তির সম্পূর্ণ ফি শিক্ষার্থীর অভিভাবকদের ফেরত দিতে হবে। করোনা কালের মধ্য দিয়ে শিক্ষার্থীর অভিভাবক দের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে এমন নির্দেশ ইউজিসি-র।

ইউজিসি-র তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল প্রকাশের পরেই ২০২১- ২২ শিক্ষাবর্ষের জন্য কলেজগুলি ভর্তি প্রক্রিয়া শুরু করবে। আশা করা হচ্ছে সিবিএসই, আইসিএসই অথবা বিভিন্ন রাজ্যের বোর্ডের ফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ হয়ে যাবে।’

এছাড়াও আরো বলা হয়েছে, যদি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করতে দেরি হয়। তাহলে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময়সীমা কিছুটা হলেও বাড়ানো যেতে পারে। তবে ১৮’ই অক্টোবর পর্যন্ত প্রথম বর্ষের ক্লাস শুরু করার সময়সীমা বাড়ানো যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।