পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ভারতবর্ষের বিভিন্ন সময়ে দেশের অপরাধের পরিমান নির্ণয়ের জন্য পরিসংখ্যান সংগ্রহ করা হয়ে থাকে। পরিসংখ্যান অনুযায়ী দেশের ১৯ টি বড় মেট্রো শহরের মধ্যে কলকাতা ক্রাইমের দিক থেকে সবচেয়ে নিরাপদ বলে সামনে এসেছে। এমনটাই দাবি দিল্লির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর।
অন্যান্য শহরে যেখানে অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, সেদিক থেকে তুলনা করলে কলকাতায় বর্তমানে অপরাধের হার অনেক হ্রাস পেয়েছে। তাহলে বলা যেতে পারে মুম্বাই, বেঙ্গালুরু এবং দিল্লীর মত বড় শহরগুলোর থেকে অধিক নিরাপদ এখন কলকাতা। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯,৬৮২।
২০১৯ সালে সেটি যথেষ্ট কমে যায়। ২০২০ সালে সেটি আরও কমে হয়েছে ১৫,৫১৭। এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২০ সালে প্রত্যেক লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের পরিমাণ ১২৯.৫ শতাংশ। এছাড়া জানা যাচ্ছে অন্যান্য শহরের তুলনায় কলকাতায় মহিলারা অনেকটাই সুরক্ষিত।
এই তুলনায় দিল্লিতে অপরাধের হার ১৬০৮.৬ শতাংশ, চেন্নাইয়ে ১৯৩৭.১ শতাংশ, আমেদাবাদে ১৩০০ শতাংশ, মুম্বাইয়ে ৩১৮.৬ শতাংশ এবং সুরাটে ১৩০০ শতাংশ। উপরিউক্ত শহরগুলির মধ্যে দিল্লিতে অপরাধের হার সবথেকে বেশি।
মহিলা ঘটিত অপরাধের হার কলকাতায় অনেক হ্রাস পেয়েছে। দিল্লিতে নারীঘটিত অপরাধের পরিমাণ ৯,৭৮২। ব্যাঙ্গালোরে ২,৭৩০ এবং কলকাতায় ২,০০১। কাজেই কলকাতা পূর্বের তুলনায় এখন অন্যান্য বড় শহরের চাইতে অনেকটাই সুরক্ষিত। এই পরিসংখ্যান সামনে আসতেই কলকাতার পুলিশ দপ্তরের সমস্ত পুলিশ কর্মী এবং আধিকারিকরা অত্যন্ত খুশি হয়েছেন। তাদের পরবর্তী প্রচেষ্টা থাকবে যাতে কলকাতাকে আরো সুরক্ষিত শহরে পরিণত করা যায়।