পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। আজ রায়দিঘি বিধানসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে অলোক জলদাতা। বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন সান্তনু বাপুলি এবং সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী হয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়।
তৃতীয় দফার ভোট চলাকালীন ইতিমধ্যে ঝুড়ি ঝুড়ি অভিযোগ উঠছে শাসক দলের বিরুধে। ভোট শুরু হতে না হতেই বিভিন্ন এলাকায় গন্ডগোল সৃষ্টি হয়েছে এমনকি বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়।
একুশের বিধানসভা ভোটের আগে পরপর দুটি বিধানসভা ভোটে তৃণমূল তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। একুশের বিধানসভায় অভিনেত্রী দেবশ্রী রায় রায়দিঘিতে প্রার্থী না হওয়ায় কান্তি গঙ্গোপাধ্যায় ভেবেছিলেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে হয়ত এবার তার লড়াই।
কিন্তু হঠাৎই অভিযোগের নিশানা তৃণমূলের দিকেই। কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন বুথে তাদের এজেন্টদেরকে বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে। গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে তৃণমূল কর্মীরা হুমকি দিচ্ছে সিপিএম কর্মীদেরকে।
তিনি জানিয়েছেন, ‘এটা প্রশাসনের দায়িত্ব শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন করানো। কিন্তু সেটা হচ্ছে না।’ সমগ্র বিষয়টি তিনি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন বলে জানা গিয়েছে। তৃতীয় দফার ভোটের দিনে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করলেন কান্তি গঙ্গোপাধ্যায়।