পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- অর্থনীতিতে কোনো পরিবর্তন এলে তার প্রভাব পড়ে সাধারণ আমজনতার উপর। সেরকমই ২০১৬ সালে নোট বদলের সিদ্ধান্তে অর্থ-যন্ত্রণা দেখা গিয়েছিল নিম্নবিত্ত মানুষদের উপর। তবে সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেন্দ্রের এই নোটবন্দি সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। ডিভিশন বেঞ্চে থাকা পাঁচ বিচারপতির মধ্যে চার বিচারপতি সীলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রীর এই নোটবন্দি সিদ্ধান্তে।
২০১৬ সালের নভেম্বর মাসের ৮ তারিখে কেন্দ্র সরকার তরফে ঘোষণা করা হয়েছিল, কাঠমানি রুখতে ৫০০ ও ১০০০ টাকার নোটবদল করা হবে। ফলসরূপ, সেই নির্দেশিকায় দিন আনা দিন খাওয়া মানুষদের ভাগ্যের আকাশে ঘনিয়ে এসেছিল কালো মেঘ। কাজ বন্ধ করে ব্যাঙ্কে লাইনের পর লাইন দিয়ে জমা দিতে হয়েছিল ৫০০-১০০০ টাকার নোট। ফলে সেই সময় খুবই কষ্টে দিন কাটাতে হয়েছে নিম্নবিত্ত মানুষদের। তবে সম্প্রতি শীর্ষ আদালত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে কোনো ভুল নেই। তার এই সিদ্ধান্ত একদম সঠিক।
সম্প্রতি গত সোমবার ডিভিশন বেঞ্চে থাকা পাঁচ বিচারপতির মধ্যে ৪ঃ১ হারে প্রধানমন্ত্রীর এই নোটবন্দি সিদ্ধান্তকে সীলমোহর দেওয়া হয়েছে। সেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এ নজির সহ বিচারপতি বি আর গবাই, বিচারপতি এ.এস বোপান্না, বিচারপতি রামা সুব্রহ্মণ্যম প্রধানমন্ত্রীর এই নোটবন্দি সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন। তবে অন্যদিকে, বিচারপতি বি.বি নাগরত্না নরেন্দ্র মোদির এই নোটবন্দিতে মত দেননি। তিনি বলেছেন, আরবিআই-এর প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত নয়।
জানা গিয়েছে, ২০১৬ সালে নরেন্দ্র মোদির নোটবন্দির সিদ্ধান্তকে অপরিকল্পিত এবং অবিলম্ব সিদ্ধান্ত বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে পিটিশন জমা পড়েছিল ৫৮ টি। তবে অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী জানান, এই সিদ্ধান্তকে বাতিল করতে গেলে পিছন দিকে হাঁটতে হবে।
তাই বেশ কয়েকদিন এই সিদ্ধান্তে সীলমোহর দেওয়ার রায়দান স্থগিত ছিল। তবে সম্প্রতিক সোমবার সেই সব পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্ত একদম সঠিক ছিল।