নন্দীগ্রাম, nandigram, sayantika banerjee, mamata banerjee
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা এই চারটি জেলায় ৩০ টি আসনে হচ্ছে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনী ভোট। এদিন সকালে বুথ পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বাঁকুড়ায় আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে। ভোট কেন্দ্রে কোন প্রকার সমস্যা হচ্ছে কিনা বা কি পরিস্থিতিতে আছে সেটি দেখতে বাঁকুড়ার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বুথ পরিদর্শনে গিয়ে অভিযোগ তৃণমূল তারকা প্রার্থী সায়ন্তিকার। বাঁকুড়ার মানুষ সকালে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে গোলযোগ দেখতে পায়। সঠিক ভাবে ভোট হচ্ছে না বাঁকুড়ার ১১৫ ও ১৯ নম্বর বুথে । সেই খবর পেয়েই তৃণমূল তারকা প্রার্থী বুথে হাজির হন। সেখানে উপস্থিত হয় তিনি জানিয়েছেন, বাঁকুড়ায় তৃণমূলের মেরুদন্ড খুবই শক্তপোক্ত। বাঁকুড়ায় তৃণমূলকে হারানো সহজ নয়। তিনি জানান, তৃণমূল দলে কে হারানোর জন্যই এমন চক্রান্ত চালিয়েছে বিরোধীরা।

এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন। তিনি জানিয়েছেন সকাল থেকেই বাঁকুড়ার মানুষজন লাইনে দাঁড়িয়েছে ভোট দান করার উদ্দেশ্যে। বাকুড়ার ১১৫ ও ১১৯ নম্বর বুথে খারপ ইভিএম মেশিন। ইভিএম মেশিন খারপ হওয়ায় ভোট দান করতে পারছে না ভোটাররা। এই চড়া রোদের মধ্যে মানুষজন দাঁড়িয়ে থাকতে পারছে না। না পেরে ভোটাররা পিছু ঘুরে বাড়ি হাঁটতে শুরু করেছে।

আরও পড়ুনঃ শেষ পর্যন্ত ভারতের কাছে নতি স্বীকার পাকিস্তানের

তৃণমূল তারকা প্রার্থী জানিয়েছেন পুরো ব্যাপারটিতে চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াতে জিতবে এটা নিশ্চিত। তাই বিরোধীরা চক্রান্ত চালিয়ে ইভিএম মেশিন খারাপ করেছে। তবে ইতিমধ্যে বেশ কিছু বুথে ইভিএম এর সমস্যা দেখা দিয়েছে এবং সেগুলো দ্রত ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে।

suvendu,mamata banerjee, nandigram, tmc, bjp
ছবি- সংগৃহীত

এছাড়াও নন্দীগ্রাম কেন্দ্রে চলছে হাড্ডা হাড্ডি খেলা। একদিকে শুভেন্দু আরেক দিকে মমতা। কার দিকে পাল্লা ভারী এটাই দেখছে বঙ্গবাসী। দ্বিতীয় দফার ভোটে ৪ টি জেলায় ৩০টি আসনে হচ্ছে ভোটগ্রহণ তারই মধ্যে কড়া নিরাপত্তায় রয়েছে নন্দীগ্রাম।

অন্যদিকে নন্দীগ্রামে আবারো ঘটলো আর এক চাঞ্চল্যকর ঘটনা। ভোটের দিনই গ্রেফতার এক তৃণমূল কর্মী। নির্বাচন কমিশনের ভুয়া কার্ড দেখিয়ে বুথের ভিতরে ঢোকার চেষ্টা যুবকের। ভুয়া পরিচয় পত্র দিয়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মী হিসেবে বুথে ঢোকার চেষ্টা করায় অভিযোগ ওঠে ওই যুবকের নামে। মুহূর্তের মধ্যেই গ্রেফতার করা হয় ওই তৃণমূল কর্মীকে।

দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।