suvendu adhikari, জাতীয় সংগীত অবমাননা, শুভেন্দু অধিকারী, National anthem insult,
জাতীয় সংগীত অবমাননা, শুভেন্দু অধিকারী সহ বিজেপির পাঁচ নেতার নামে দায়ের হল অভিযোগ | ছবি - পশ্চিমবঙ্গ.কম

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কাঁথিতে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জাতীয় সংগীত অবমাননার কারণে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী সহ আরও চার জনের বিরুদ্ধে।

গতকাল বুধবার কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেছেন কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রদীপ গায়েন ই-মেইলের মাধ্যমে কাঁথি থানার অফিসার ইনচার্জকে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুলে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য, এর আগে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঁথি শহরের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। ওই সভা শেষে কাঁথি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর রিনা দাস সহ ওই সভায় উপস্থিত সকলেই জাতীয় সংগীত পরিবেশন করেন। তবে ওই জাতীয় সংগীত পরিবেশন করার সময় রিনা দাস এর বিরুদ্ধে ভুল জাতীয় সংগীত পরিবেশনের অভিযোগ ওঠে। যার ফলে কাঁথি থানায় রিনা দাস -এর নামে অভিযোগ দায়ের করেন সৌমেন্দু অধিকারী।

suvendu adhikari, জাতীয় সংগীত অবমাননা, শুভেন্দু অধিকারী, National anthem insult,
জাতীয় সংগীত অবমাননা, শুভেন্দু অধিকারী সহ বিজেপির পাঁচ নেতার নামে দায়ের হল অভিযোগ | ছবি – পশ্চিমবঙ্গ.কম

এরপর, গত ৪’ঠা এপ্রিল জাতীয় সংগীত অবমাননার প্রতিবাদে কাঁথিতে একটি মঞ্চ তৈরি করে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করেন রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়, ” জাতীয় সংগীত গাইব একসাথে, কাঁথির হারানো সম্মান ফেরাতে।”

শুভেন্দু অধিকারীর জাতীয় সঙ্গীত পরিবেশনার আয়োজনকে ঘিরে ফের বিভ্রাট কাঁথিতে। তৃণমূলের পর এবার বিজেপির বিরুদ্ধ জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু শুভেন্দু অধিকারী নয়, এছাড়াও উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি এবং বিজেপির সাধারণ সম্পাদক তথা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কাঁথি ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন থানায় অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, “ওই অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে জাতীয় সংগীত অবমাননা করা হয়েছে। ৫২ সেকেন্ডের পরিবর্তে ১ মিনিট ধরে জাতীয় সংগীত গাওয়া হয়েছে। এটি জাতীয় সংগীত অবমাননা ছাড়া কিছুই নয়।” এছাড়াও প্রদীপ গায়েন দাবি করেছেন, “জাতীয় সংগীতের অবমাননা করা উচিত নয়। অভিযুক্তদের অবিলম্বে শাস্তি চাই৷”