পশ্চিমবঙ্গ ডেস্কঃ করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। দেশে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমেছে এবং তার সাথে সাথে কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ।
তবে এবার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস-এর তৃতীয় ঢেউ। উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা স্ট্রেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের একটি সমীক্ষা প্রকাশ করে জানানো হয়েছে, করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও খুব সহজেই সংক্রমণ ঘটাতে সক্ষম হচ্ছে করোনা ভাইরাস-এর এই নতুন স্ট্রেন। এছাড়াও দেশে করোনা সংক্রমণ হওয়ার পর দ্বিতীয়বার করোনা সংক্রমণ হওয়ার ঘটনা বেশ বেড়ে উঠছে।
যা ইতিমধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে। এটি তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন মানুষ। বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৩ লক্ষের কাছাকাছি।

এছাড়াও মারণ রোগ করোনা ভাইরাস-এর জেরে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৫৪০ জন মানুষ। বর্তমানে গোটা দেশজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৩ হাজার ৫৭৯ জন। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে।
স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩৬ হাজার ৫৫৫ জন মানুষ। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৩ লক্ষ ৬৬ হাজার ৬০৫ জন মানুষ। এখনো পর্যন্ত দেশে করোনাকে জয় করে বাড়ি ফিরে এসেছেন ৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার মানুষ। করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা টিকাকরন করা হয়েছে ৫৭ কোটি ২০ লক্ষ মানুষকে।