পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা অতিমারির জেরে প্রায় দেড় বছরের বেশী সময়ের জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রাজ্যে চলছে বিধানসভা ভোট। করোনার জেরে সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে। অন্যদিকে বর্তমানে অল্প সংখ্যক ছাত্রী এবং ছাত্রদের নিয়ে স্কুল শুরু হয়েছে। এরই মধ্যে আসন্ন মাধ্যমিকের সময় নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি।
হঠাৎ করেই মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি মূলক পোস্ট ঘিরে শুরু হয় অশান্তি। সেক্ষেত্রে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় মধ্য শিক্ষা পর্ষদের নামে মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে একটি ভুয়ো খবর রটে যায়। সেই ভুয়ো খবরে জানানো হয় যে, এবারের মাধ্যমিক পরীক্ষা অগাস্ট মাস থেকে শুরু হবে।
সোমবার এই ভুয়ো বা বিভ্রান্তি মূলক খবর ছড়িয়ে পড়াতে ছাত্রী ছাত্র আর তাদের অভিভাবকদের মধ্যে শুরু হয় চরম বিভ্রান্তি। এই খবর ছড়ানোর জেরে মধ্যশিক্ষা পর্ষদ একেবারে কড়া মনোভাব দেখিয়েছে এবং নতুন করে সময়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আবার নতুন নির্দেশিকা জারি করার পর পর্ষদ সভাপতি জানায় যে, গত বছর ২৬ শে ডিসেম্বর মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি যে তারিখ ঘোষণা করেছিলেন তা বহাল আছে। তিনি আরও বলেন যে, সোশ্যাল মিডিয়াতে এরম বার বার পরীক্ষার তারিখ নিয়ে ভুয়ো খবর পোস্ট হলে তার দায় পর্ষদের নয়।
তিনি আরও বলেন,”বিভ্রান্তি মূলক খবর ছড়ানো হচ্ছে। আমাদের পরীক্ষার যে সুচী ছিল সেই সূচী অনুয়ায়ী এবারের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। ” বিজ্ঞপ্তি তে দেওয়া পরীক্ষার তারিখগুলি নিম্নরূপ-
মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২১
১লা জুন – প্রথম ভাষা পরীক্ষা
২রা জুন- দ্বিতীয় ভাষা পরীক্ষা
৩ রা জুন- ভূগোল পরীক্ষা
৫ ই জুন- ইতিহাস পরীক্ষা
৭ ই জুন- অঙ্ক পরীক্ষা
৮ ই জুন- জীবন বিজ্ঞান পরীক্ষা
৯ ই জুন- ভৌতবিজ্ঞান পরীক্ষা
১০ ই জুন- ইচ্ছিক বিষয় পরীক্ষা
এই একই বিজ্ঞপ্তি নতুন করে জারি হলে ছাত্রী এবং ছাত্র আর তাদের অভিভাবকদের চিন্তা খানিকটা কমবে বলে মনে করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।