মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে গেছে,
ছবিঃ সংগ্রহ

ওয়েব ডেস্কঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর জানিয়ে দিল শিক্ষা দপ্তর। করোনা আবহে গোটা দেশজুড়ে স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ ছিল এবং এখনো বন্ধ আছে। কলেজ স্টুডেন্ট দের অনলাইনের মাধ্যমে পরীক্ষা হলেও, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা অতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর সেই কারণেই করোনা ভাইরাসের সংক্রমনের জন্য বোর্ডের সমস্ত পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছে শিক্ষা দপ্তর। এই সম্পর্কে গতকাল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ঘোষণা করে দিয়েছেন।

বুধবার সকালে রাজ্য সরকারও জানিয়ে দিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী নিশঙ্ক জানিয়েছেন, করণা আবহাওয়ার পরিস্থিতি যে দিকে ঘুরে দাঁড়িয়েছে, সেটি দেখার পর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে। তিনি জানান করোনা আবহাওয়ার পরিস্থিতি কিছুটা কমে আসলে, পরীক্ষা নেওয়া হবে। আজ রাজ্য সরকার কেন্দ্র সরকারের বার্তা গ্রহণ করল এবং সাফ সাফ জানিয়ে দিল এই তথ্য।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, সবকিছু জানিয়ে দেওয়া হবে পরে। পশ্চিমবঙ্গ শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, করোনা ভাইরাসের কারণে এতদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনায় ঘাটতি পড়ে আছে। সিলেবাস শেষ হয়নি কোনো স্কুলেই। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময় সূচিতে পরীক্ষা হলে ভারী সমস্যার সম্মুখীন হবে পরীক্ষার্থীরা। তিনি আরো জানান, সময়ের সাথে সাথে যদি সব কিছু ঠিক থাকে তাহলে জুন মাসের দিকে পরীক্ষা হতে পারে, তবে তার বিস্তারিত সময়সূচি কিছুই জানাননি তিনি।

সূত্রে খবর, আসন্ন 21 সালের বিধানসভা নির্বাচনের ঝঞ্ঝাট মিটিয়ে। জুন মাসকে আপাতত বেছে নেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য।