Congress, Rahul Gandhi, রাহুল গান্ধী, narendra modi
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দু'বছরের কারাদণ্ডের নির্দেশ দিল সুরাট আদালত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আজ সকালে মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গুজরাটের সুরাট জেলার আদালত দোষী সাব্যস্ত করেছে এবং তাকে দু বছরের কারাদন্ড এবং ১৫ হাজার টাকার জরিমানা সাজাও শুনিয়েছে আদালত। তবে আপাতত তাকে আদালত ১৫০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে এবং তাকে উচ্চ আদালতে আপিল করার জন্য অনুমতি দিয়ে ৩০ দিনের জন্য সাজা স্থগিত করেছে।

প্রসঙ্গত, গুজরাটের প্রাক্তন মন্ত্রী এবং সুরাট পশ্চিমের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন। ১৩ ই এপ্রিল, ২০১৯ এ কর্ণাটকের কোলারে একটি লোকসভা নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী বলেন, “সমস্ত চোরের মধ্যে মোদী আছে ? তা নাম নীরব মোদী, ললিত মোদী এবং নরেন্দ্র মোদী যাই হোক না কেন?” তবে এতে ‘মোদী’ পদবীর সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এই মর্মে সুরাটের এক আদালতে রাহুল গান্ধীর নামে মামলা করা হয়েছিল। এই মামলায় আজ সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মা এই আদেশ দেন।

এই রায় দানের পর ডিফেন্স পক্ষের আইনজীবী কিরিট পাওয়ালা বলেন যে তারা আদালতের দেওয়া রায়ে সন্তুষ্ট নয় কারণ তাদের কিছু যুক্তি বিবেচনায় নেওয়া হয়নি। তারা যে বিষয়গুলি উত্থাপন করেছে সেগুলি হল, মোদী নামে কোনও সম্প্রদায় নেই এবং এমনকি অভিযোগকারীও মোদী নন কারণ তার আগের উপাধি ছিল ভূতওয়ালা এবং পরে মোদীতে পরিবর্তিত হয়েছিল। তারা আগামী দিনে তাদের বিষয়গুলি তারা উচ্চ আদালতে তুলে ধরবেন।

প্রসিকিউশনের আইনজীবী কিরিট রেশমওয়ালা এবং বিধায়ক পূর্ণেশ মোদী বলেছেন যে তারা “আদালতের আদেশে সন্তুষ্ট”। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিজেপির এই প্রাক্তন বিধায়ক পূর্ণেশ মোদি বলেন, তিনি মোদওয়ানিক ঘাঞ্চি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যা মোদী উপাধি বহন করে। রাহুল গান্ধীর মানহানিকর বক্তব্য ওনাদের অনুভূতিতে আঘাত করেছে এবং তার জন্য তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আজ, আদালতের দেওয়া আদেশে তারা সন্তুষ্ট। এদিন আদালতের রায়দানের পর উপস্থিত সমর্থকরা বিধায়কের সমর্থনে স্লোগান তোলেন।

পূর্ণেশ মোদির আগের আইনজীবী অ্যাডভোকেট হাসমুখ লালওয়ালা বলেছেন, শুরুতে, অভিযোগের খসড়া তৈরি করার সময়ই তারা নিশ্চিত ছিল যে রাহুল গান্ধীর এই রূপ মানহানিকর বিবৃতি অনুসারে এই মামলাটি তাকে দোষী সাব্যস্ত করার জন্য একটি শক্তিশালী মামলা। রাহুল গান্ধীর বিরুদ্ধে ৪৯৯ এর অধীনে মামলা দায়ের করা হয়েছিল যা ভারতীয় দণ্ডবিধিতে অভিযুক্ত ব্যক্তির দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে।