congress, bharat jodo yatra, সন্তোষ সিং চৌধুরী, santosh singh choudhury
ভারত জোড়ো যাত্রার সময় হার্ট অ্যাটাকে মারা গেলেন কংগ্রেস সাংসদ সন্তোষ সিং চৌধুরী | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত শনিবার সকালে পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রা চলাকালীন কংগ্রেস সাংসদ সন্তোষ সিং চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জলন্ধর থেকে পাঞ্জাবের ফিল্লাউরের দিকে দলের পদযাত্রার সময় সাংসদ অসুস্থতা বোধ করেন। তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ফাগওয়ারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই তিনি মারা যান।

এইদিনও কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল গান্ধী। সন্তোষ সিং চৌধুরী অসুস্থ হয়ে পড়লে মাঝপথে পদযাত্রা ত্যাগ করে প্রবীণ কংগ্রেস নেতাকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধী। জলন্ধরে তার পরিবারের সাথে দেখা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তার মৃত্যুশোকে ভারত জোড়ো যাত্রা স্থগিত করা হয়েছিল কিছু সময়ের জন্য। গত বুধবার কংগ্রেসের এই মেগা পদযাত্রা ফতেহগড় সাহেব থেকে শুরু হয়েছে। সন্তোষ সিং চৌধুরী মৃত্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন মিস্টার চৌধুরীর মৃত্যু দল এবং সংগঠনের জন্য একটি বড় আঘাত। তিনি মিস্টার চৌধুরী পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের কাছে শোক জ্ঞাপন করেছেন। তার আত্মার শান্তি কামনায় একটি টুইট ও করেছেন তিনি।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন জলন্ধরের কংগ্রেস সাংসদ সন্তোষ সিং চৌধুরী ৭৬ বছর বয়সে আজ সকালে ভারত জোড়ো যাত্রার সময় আকস্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন। তিনি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সাথে তিনি জানিয়েছেন ভারত জোড়ো যাত্রার সময়সূচীতে কিছু পরিবর্তন হবে। তবে তা খুবই শীঘ্রই শুরু করা হবে।

লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সন্তোষ সিং চৌধুরী দুবার লোকসভা নির্বাচনে জিতেছিলেন – প্রথমে ২০১৪ সালে এবং পরে ২০১৯ সালে। তাঁর ছেলে বিক্রমজিৎ সিং চৌধুরী পাঞ্জাবের ফিল্লাউর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক।