rahul ghandhi, congress, india news
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্ক: সামনাসামনি বিজেপিকে টেক্কা দিতে এবার সোশ্যাল মিডিয়ায় বড় নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধী নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও পাবলিশ করেন, সেখানে তিনি ‘সত্য, শান্তি ও ঐক্যের’ জন্য লড়াইয়ে সামিল হওয়ার আবেদন জানান। রাহুল গান্ধী কংগ্রেসের তরফ থেকে একটি কর্মসূচির ঘোষণা করেন ‘জয়েন কংগ্রেস সোশ্যাল মিডিয়া’ নামে।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা জানান, ‘২০১৪ সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন কংগ্রেসকে নিয়ে অনেকেই সমালোচনা করতেন। কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়। কিন্তু যখন কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ও পারদর্শী হলো তখন অনেকেই বলেছিলেন তারা ময়দানে নেমে কাজ করছে না। কিন্তু এখন আমরা পথে ও সোশ্যাল মিডিয়ায় উভয়ই আছি।’

সূত্রে খবর, দেশজুড়ে ৫ লক্ষেরও অধিক সোশ্যাল মিডিয়ায় কর্মী নিয়োগ করবে কংগ্রেস, আগামী দিনে বিজেপির আইটি সেলকে সামনাসামনি টক্কর দিতে। সোশ্যাল মিডিয়া কর্মীদের মূল কাজ হবে বিজেপির যাবতীয় অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে সমস্ত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘জয়েন কংগ্রেস সোশ্যাল মিডিয়া’-র বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে।

যেকোনো ব্যক্তি এই ‘জয়েন কংগ্রেস সোশ্যাল মিডিয়া’-র টিমে যোগ দিতে পারবেন। যারা যারা এই টিমে যোগ দিতে চাইছেন। প্রথমে তাদের নাম নথিভুক্ত করাতে হবে। তারপর তাদেরকে একটি ইন্টারভিউ নেওয়া হবে। টিম জয়েন হওয়ার পর তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হবে। অবশেষে তাদেরকে নামানো হবে সোশ্যাল মিডিয়ার মাঠে বিজেপির আইটি সেলের মোকাবিলায়।

অনেকের মতে, সোশ্যাল মিডিয়ার জন্যই দেশজুড়ে বিজেপির বিপুল জনসমর্থন। কংগ্রেসের তুলনায় বিজেপি অনেকটাই এগিয়ে। আইটি সেলের নামে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় “ট্রোল আর্মি” তৈরি করে ফেলেছে বিজেপি। গত কয়েক বছর ধরে প্রায় সব নির্বাচনেই এর প্রভাব পড়ছে। তাই এবার কোমর বেঁধে সোশ্যাল মিডিয়ায় নামল কংগ্রেস, সামনাসামনি টক্কর বিজেপির।