Jacqueline Fernandez, Sukesh Chandrashekhar
'মিথ্যা পরিচয় দিয়ে আমাকে ঠকিয়েছে কনম্যান', আদালতে অভিযোগ কিক অভিনেত্রীর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- জ্যাকলিনকে ফাঁসিয়েছে কনম্যান সুকেশ চন্দ্রশেখর, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে অভিযোগ তুলেছেন কিক অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। এছাড়া পরিচালক হিসেবেও নিজের পরিচয় দিয়ে ফার্নান্দেজকে ঠকিয়েছে কনম্যান সুকেশ। এছাড়া আরও নানা রকম বিবৃতি জানিয়েছে জ্যাকলিন। তবে জ্যাকলিনের এই বিবৃতি থেকে ইডির অনুমান জ্যাকলিন কনম্যান সুকেশের পেশা ও অতীতের কথা জেনেই তার সাথে সম্পর্ক করেছেন।

২০০ কোটি টাকার আর্থিক মামলায় জড়িত সুকেশ চন্দ্রশেখর। তবে তার সাথে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক থাকায় জড়িত হয়েছেন অভিনেত্রীও। গত এক বছর ধরে আদালতে বিবৃতি দিতে যেতে হচ্ছে জ্যাকলিনকে। তবে এবার প্রকাশ্যে এলো চন্দ্রশেখর-এর বিরুদ্ধে জ্যাকলিনের বিবৃতি। “মিথ্যা পরিচয় দিয়ে জ্যাকলিনকে ঠকিয়েছে চন্দ্রশেখর”, এমনটাই অভিযোগ জানিয়েছে জ্যাকলিন।

এছাড়া দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে কিক অভিনেত্রী জ্যাকলিন বলেছেন, তাঁর সাথে কনম্যানের যোগাযোগ করিয়েছে তাঁর মেকাপ শিল্পী পিঙ্কি ইরানি। তিনি জানিয়েছিলেন, এই কনম্যান স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তা। এছাড়া জ্যাকলিন এও জানান যে, তাদের যোগাযোগ হওয়ার পর থেকে প্রায়ই সকালে ও রাতে ফোন করত চন্দ্রশেখর। তবে তখন থেকেই যে তিনি জেলে রয়েছে তা জানতো না। তবে ২০২১ সালের ৮ই আগস্টের পর থেকে আর যোগাযোগ হয়নি জ্যাকলিন-সুকেশের। আর তারপরেই তিনি জানতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে তাদের যোগসূত্রের মধ্যব্যাক্তি পিংকি ইরানিকেও।

এর পাশাপাশি আদালতে জ্যাকলিন বিবৃতি দিয়ে এও জানান যে, চন্দ্রশেখর তার পরিচয় ভুল দিয়েছিলেন। তার নাম শেখর বলে তিনি জানিয়েছিলেন। এছাড়া সান টিভির একজন পরিচালক হিসেবে নিজের পরিচয় দিয়েছিলেন তিনি। পাশাপাশি জ্যাকলিনের সাথে তিনি ছবি করবেন বলেও জ্যাকলিনকে বোঝান। তবে সম্প্রতি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে জ্যাকলিন ও চন্দ্রশেখরের ঘনিষ্ট ছবি। তার মধ্যে একটি ছবিতে জ্যাকলিনের শরীরে লাভ বাইট দেখা গেছে। তবে জ্যাকলিন মিডিয়াকে এই ছবি প্রকাশ করতে বারণ করে। কিন্তু প্রকাশ হওয়ার পর জ্যাকলিন আসল ঘটনাটা সকলের সামনে তুলে ধরে।