The Kashmir Files, কাশ্মীর ফাইলস নিয়ে ষড়যন্ত্র চলছে,
The Kashmir Files: ‘কাশ্মীর ফাইলস নিয়ে ষড়যন্ত্র চলছে' বিস্ফোরক বিজেপি সংসদ জগন্নাথ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে বর্তমানে চর্চায় রয়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস’। ১৯৯০ সালের কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার মর্মান্তিক কাহিনী ফুটিয়ে তোলা একটি সিনেমা নিয়ে বিতর্কের শেষ নেই। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর “দ্যা কাশ্মীর ফাইলস” ছবি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সহ একাধিক বিরোধী দল নেতারা।

তবে এবার এই ছবি নিয়ে বিস্ফোরক অভিযোগ করে বসলেন নদীয়া জেলার রানাঘাট এর বিজেপি সংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, “বাংলায় দ্য কাশ্মীর ফাইলস যাতে ভালো ব্যবসা না করতে পারে, তার জন্য ষড়যন্ত্র চলছে।” এর পাশাপাশি সংসদ আরও বলেন, শনিবার নিজের অনুগামীদেরকে নিয়ে সিনেমা হলে গিয়ে “দ্য কাশ্মীর ফাইলস” মুভিটি দেখতে যাবেন।

কিন্তু অনলাইনে এই ছবিটির টিকিট বুক করতে গিয়েও সমস্যায় পড়েছেন তিনি। তার অভিযোগ, অনলাইনে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির আসন ফাঁকা থাকলেও, তা বুক করা যাচ্ছে না। আজ শনিবার ৫৪ জন দলীয় কর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে এই ছবিটি দেখতে যাবেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার। এই ছবিটি দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বিজেপি সংসদ জগন্নাথ বাবু।

উল্লেখ্য, বালুরঘাটে শো বন্ধ করে দেওয়ায় সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন জগন্নাথ বাবু। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানায় নিয়ে বলেন, “সিনেমাটির যাতে লোকসান হয়, তার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই ছবি না দেখার জন্য আবেদন জানিয়েছেন। কিন্তু তাও মানুষ সিনেমাটা দেখতে যাচ্ছে। এটা তৃণমূলের কাছে বিপদের সংকেত। রাজ্যে সিনেমাটি দেখার ক্ষেত্রে সরাসরি বাধা দেওয়া না হলেও কোনওভাবেই যাতে ছবিটি না চলে সেই জন্য সমস্ত রকম প্রচেষ্টা হচ্ছে। হল মালিকের অ্যাসোসিয়শনগুলিকে ব্যবহার করা হচ্ছে যাতে সিনেমাটির লোকসান হয়।”

সম্প্রতি, দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহে এই ছবিটি প্রায় ১৫ মিনিট চালানোর পর বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একই ঘটনা ঘটে। ১৫ মিনিট চলার পর শো বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র নিন্দা জানিয়েছেন রানাঘাটের বিজেপি বিধায়ক জগন্নাথ বাবু।