করোনা ভাইরাস, coronavirus, delta variant, ডেল্টা ভ্যারিয়েন্ট
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনার নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৬ জন মানুষ। মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের মতে ওই ব্যক্তিদের মধ্যে অনেকেরই করোনার দুটি টিকা দেয়া হয়েছিল। কিন্তু গতকাল ওই সংক্রমিত রোগীদের মধ্যে মারা গিয়েছেন ৫ জন মানুষ।

করোনার তৃতীয় ধাক্কায় নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও এর যথেষ্ট প্রভাব দেখা গিয়েছে। দিল্লি এমস এর প্রধান কয়েকদিন আগেই জানিয়েছিলেন, এই ভাইরাসকে রুখতে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের কেও বুস্টার ডোজ নিতে হবে। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে তৈরি থাকতে বলা হয়েছে পরিকাঠামোগত দিক থেকে। যাতে করোনার দ্বিতীয় ঢেউয়ে হওয়া অসুবিধার পুনরাবৃত্তি না হয় তা নিয়ে সচেতন থাকতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে।

মহারাষ্ট্রে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রসঙ্গে ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে, গতকাল যে সমস্ত ব্যক্তিদের শরীর থেকে ভাইরাসের নতুন ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই ব্যক্তি করোনার দুটি টিকায় নিয়েছেন। টিকা নেওয়া সত্ত্বেও তাদের শরীরে যথেষ্টভাবে প্রভাব ফেলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন মানুষ এবং গতকাল মৃত্যু হয়েছে ৪৭৮ জন মানুষের। গতকাল দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন মানুষ।

আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মহারাষ্ট্র সরকার মুম্বাইয়ে লোকাল ট্রেন চালু করার ঘোষণা করেছিল। তবে এই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবার নেওয়া হতে পারে নতুন সিদ্ধান্ত।