পশ্চিমবঙ্গ ডেস্কঃ প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা সংক্রমণ, আবার করোনার রাশ টানতে মরিয়া গোটা দেশ। করোনা সংক্রমনের জেরে রাজ্যেও এবার আশঙ্কাজনক অবস্থা।
অতিমারি করোনার জেরে মেট্রো রেলের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যে হারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তার ফলে মেট্রোরেলের অধিক কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। যার ফলে আগামী সোমবার থেকে কমছে মেট্রোরেলের সংখ্যা। আজ নোটিশ জারি করে নতুন মেট্রো রেল চলাচলের সময় সীমা ঘোষণা করল রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আগামী রবিবার থেকে নতুন সময়সূচী চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবার ক্ষেত্রে। বর্তমানে ২৫৮ মেট্রো রেল চলাচল করে। আগামী সোমবার থেকে সেটা কমিয়ে সোম থেকে শুক্র ২৩৮ টি মেট্রো রেল চলাচল করবে। ১১৯ টি আপ ও ১১৯ টি ডাউন। সোম থেকে শুক্র ৬ থেকে ৭ মিনিটের ব্যবধানে চলবে মেট্রোরেল গুলি।
আগামী সোমবার থেকে মেট্রোরেল এর সময়সীমার পরিবর্তন করা হয়েছে। বর্তমানে দিনের সর্বপ্রথম মেট্রোরেল চলে ৭ টা ২০ মিনিটে এবং রাত ১০ টায় দিনের সর্বশেষ মেট্রোরেল চলে। এবার আপ ডাউন এর ক্ষেত্রে নতুন সময়সীমা জারি করা হয়েছে। আপ রুটে মেট্রো রেল চলবে সকাল ৮ঃ৫৪ মিনিট থেকে সন্ধ্যে ৭ঃ০৪ মিনিট পর্যন্ত এবং ডাউন ট্রেন চলবে সকাল ৯ঃ০০ টা থেকে সন্ধ্যে ৭ঃ২৮ মিনিট পর্যন্ত।
এছাড়াও শনিবারে মেট্রোরেলের সংখ্যা কমানো হয়েছে। শনিবার মেট্রো রেল চলবে ২১৮ টি। ৭ থেকে ৮ মিনিটের ব্যবধানে চলবে ট্রেনগুলি। শনিবার মেট্রো রেল চলাচলের ক্ষেত্রে সময়সীমা পরিবর্তন করা হয়েছে। শনিবার আপ রুটে মেট্রো রেল চলবে সকাল ৮ঃ৪০ মিনিট থেকে ৭ঃ৫০ মিনিট পর্যন্ত এবং ডাউন রুটে মেট্রো রেল চলবে ৯ঃ২০ মিনিট থেকে সন্ধ্যে ৭ঃ৫০ মিনিট পর্যন্ত।
রবিবারের ক্ষেত্রে ট্রেনের সংখ্যা কমিয়ে ১০০ টি করা হয়েছে। শনিবার সারাদিনে চলবে মোট ১০০ টি মেট্রো ট্রেন। রবিবার সকাল ৯ঃ০০ থেকে রাত ১০ঃ১০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো রেল। রবিবার মেট্রো রেল গুলি ১৫ মিনিটের ব্যবধানে চলাচল করবে।