পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- এক ধাক্কায় অনেকটা কমে গেল ভারতের করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রক তরফ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন।
গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কমার সাথে সাথে দেশজুড়ে কমেছে অ্যাক্টিভ কেস এর সংখ্যাও। এর সাথে সাথে জানা যাচ্ছে যে, সারাদেশে গতকাল সংক্রমিত নতুন করোনা রোগীদের মধ্যে বেশিরভাগ মানুষই কেরালা রাজ্যের। বাকি অন্যান্য রাজ্যে সংক্রমণের হার স্বাভাবিক স্তরেই রয়েছে।
গতকাল দেশজুড়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। নতুন করে মৃত্যু হয়েছে ২৯০ জনের। শুধুমাত্র কেরালায় গতকাল নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৯ হাজার ৬৮৮ জন মানুষ। সারাদেশে গতকাল ২৯০ জন মানুষের মৃত্যুর মধ্যে শুধুমাত্র কেরালায় মৃত্যু হয়েছে ১৩৫ জন মানুষের।
করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল অবস্থা হয়েছিল ভারতের স্বাস্থ্য পরিষেবার। আশঙ্কা করা হচ্ছিল যে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে। তবে ভ্যাক্সিনেশন দ্রুতগতিতে হওয়ায় আশা করা যাচ্ছে যে, আটকে দেওয়া যেতে পারে করোনার তৃতীয় ঢেউকে।
ভারতে এখনো পর্যন্ত প্রায় ৭০ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া গিয়েছে। গতকাল ভারতে এক কোটির বেশি মানুষকে টিকাকরণ করা সম্ভব হয়েছে। টিকাকরণের দ্রুতগতি বজায় থাকলে তবেই আটকানো যাবে করোনার তৃতীয় ঢেউকে, বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে এখনো সাধারন মানুষকে বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।