পশ্চিমবঙ্গ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ এর আশঙ্কায় ধুঁকছে গোটা দেশ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আগামী মাসেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। আর তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।
কড়া বিধিনিষেধের ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে সক্ষম হয়েছে ভারত সরকার। তবে করোনার তৃতীয় ঢেউ কপালে ভাঁজ ফেলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আবার করোনার নানা ভেরিয়েন্ট এর দেখা মিলছে।
কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের তৎপরতায় করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকালের তুলনায় আজ ৮ শতাংশ সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন মানুষ। এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় মারণ রোগ করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৫১৮ জন মানুষ।
করোনা ভাইরাস-এর বাড়বাড়ন্তির ফলে ইতিমধ্যে বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। এছাড়াও পর্যটকদের জন্য ঘুরতে যাওয়ার ওপর বিভিন্ন বিধি নিষেধ জারি করা হয়েছে। এর পাশাপাশি মারণরোগ করোনা ভাইরাস-এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ থেকে আগামি ১০ দিন কারফিউ জারি করা হয়েছে মণিপুরে।
গোটা দেশবাসীর মনে আশঙ্কার দানা বেঁধেছে করোনার তৃতীয় ঢেউ। করোনার তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে এবং আগামী ৩-৪ মাস সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার।
স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০। গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন মানুষ। এছাড়াও এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে মারণ রোগ করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন মানুষ।
মহামারী করোনাভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভ্যাকসিনেশনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে ভ্যাক্সিনেশন করা হয়েছে ৪০ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৭১৫ জন মানুষকে। ভ্যাক্সিনেশন এর পাশাপাশি করোনার নমুনা পরীক্ষার উপর বিশেষ জোর দেয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গতকাল পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন ১৯ লক্ষ ৩৬ হাজার ৭০৯ জন মানুষ।