পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কোভিডের ধাক্কা সামলে ধিরে ধিরে স্বাভাবিকের পথে এগোচ্ছে গোটা দেশ। তবে গত ২৪ ঘন্টায় ফের ভারতে বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণের সাথে বাড়ছে পজিটিভিটি রেট ও অ্যাক্টিভ কেসের সংখ্যাও, যা চিন্তা বাড়িয়েছে সরকারের। এমনকি আশঙ্কা করা হচ্ছে করোনার চতুর্থ ঢেউ এর।
আজ কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ভারতের নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩৩৭৭ জন মানুষ। যা গতকালের তুলনায় কিছুটা বেড়েছে। এছাড়া বেড়েছে মৃত্যুর সংখ্যাও, যেখানে গতকাল ৩৯ জনের মৃত্যু হয়েছিল সেখানে আজ মৃত্যু হয়েছে ৬০ জন মানুষের।
গতকাল পর্যন্ত করোনার জেরে ভারতে মোট সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৪ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩ জন মানুষের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬ জন মানুষ। দেশে এখন পর্যন্ত সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
তবে এখনো পর্যন্ত দৈনিক করোনার সংক্রমণ এর পরিমান বাড়লেও তা রয়েছে পাঁচ হাজারের নিচেই। কিন্তু চিন্তার বিষয় হল এই যে, আগামী জুন মাসেই ভারতে আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকমহলের কিছু অংশ। আর এই সম্ভাবনার কথা মাথায় রেখে ইতিমধ্যেই কিছু রাজ্য সরকার তাদের পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে। এমনকি ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন অন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে।
ভারতের করোনাভাইরাস সামলানোর পরিকাঠামো আগের থেকে উন্নত হলেও নতুন ঢেউ এর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে সমস্ত রাজ্যকে। ফের উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি এবং মহারাষ্ট্রের করোনা সংক্রমনের সংখ্যা। ইতিমধ্যেই গত সোমবার কর্ণাটক এবং ছত্রিশগড়ে মাস্ক পরা বাধ্যতামূলক হিসাবে ঘোষণা করেছে ওই রাজ্যগুলির সরকার। বাংলায়ও দ্রুত এই প্রস্তাব আনার কথা জানিয়েছেন অনেক চিকিৎসকরা।