corona, corona virus, North 24 Parganas, covid-19, west bengal, উত্তর ২৪ পরগনা
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশজুড়ে মহামারী করোনা জাঁকিয়ে বসেছে। দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ৪ লক্ষ্যের গণ্ডি ছাড়িয়ে গেছে ইতিমধ্যেই। হুহু করে বেড়ে চলেছে মারণ রোগ করোনা।

পশ্চিমবঙ্গেও তার বেশ প্রভাব দেখা দিয়েছে। বঙ্গে গত বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৮,৪৩১ জন, গত ২৪ ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৪১ জন। ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমণ।

পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড মোকাবেলায় কোমর বেঁধে নেমেছেন। করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বপ্রথম তিনি লোকাল ট্রেন বাতিল করেছেন এবং তিনি জানিয়েছিলেন আগামী ১৫ দিনের করোনা সংক্রমণ আরো বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই রাজ্যে করোনা সংক্রমনের হার ঊর্ধ্বমুখী।

প্রতিনিয়ত রেকর্ড হারে সংক্রমণ বাড়ছে এ রাজ্যে। আক্রান্তের সংখ্যাও যেমন বৃদ্ধি পেয়েছে তেমন ঊর্ধ্বমুখী হয়েছে সুস্থতার গ্রাফ। গত ২৪ ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৪৪১ জন। তারই মধ্যে এই মারণ ভাইরাস কে পরাস্ত করে সুস্থ হয়ে উঠেছেন ১৮,৪৫৪ জন মানুষ। সুস্থতার হার ৮৬.০৭ শতাংশ। এছাড়াও করোণা সংক্রমণে জেরে প্রাণ হারিয়েছেন ১২৪ জন মানুষ।

স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৯ হাজার মানুষ। তাদের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলা রয়েছে শীর্ষে। সেখানে এখনো পর্যন্ত রেকর্ড হারে সংক্রমণ হয়েছে ৩ হাজার ৯৯৭ জন। এর পরের স্থানেই কলকাতা, সেখানে রেকর্ড হারে গত ২৪ ঘন্টায় সংক্রমণ হয়েছে ৩ হাজার ৯৯৬ জন মানুষ। এর পরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। প্রতিনিয়ত রেকর্ড হারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে।

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ যেমন ঊর্ধ্বমুখী তেমন ঊর্ধ্বমুখী মৃত্যুর হার। এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়াচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনার জেরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে, ১২,৩২৭ এ।