পাবলিক টয়লেট, করোনা ভাইরাস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা ভাইরাস এর আগমন হওয়ার পর পর থেকেই এই ভাইরাস কে নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলছে গবেষণা। এবার এক গবেষণায় নতুন তথ্য উঠে আসলো, সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, পাবলিক টয়লেট ব্যবহার করলে কিভাবে মানুষ করোনা সংক্রমিত হতে পারে।

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে উঠে এলো এই বিস্ময়কর তথ্য। এই রিপোর্টে বলা হয়েছে টয়লেট ফ্লাশ করার পর প্রচুর পরিমাণে করোনা ভাইরাসের ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়তে পারে। রিপোর্টের তথ্য যদি সত্যি হয় তাহলে যে সমস্ত মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করবেন তাদের জন্য এই করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে।

আটলান্টিক বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধর্থ বর্মা জানান, পাবলিক টয়লেটে এবং ইউরিনাল ফ্লাশ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা করে দেখা হয়েছে ১০০ টার বেশি ফ্লাশ এবং প্রতিটা ফ্লাশ এর পরপরই অসংখ্য ড্রপলেট নির্গত হচ্ছে। নির্গত হওয়া এই ড্রপলেট থেকে করোনা ভাইরাস এর সাথে সাথেই ইবোলার জীবাণু মানবদেহে প্রবেশ করতে পারে।

ওই রিপোর্ট অনুযায়ী এই জীবাণু প্রায় কুড়ি সেকেন্ডের বেশি সময় ধরে স্থায়ী হতে পারে। টয়লেট ফ্লাশ করার পর ড্রপলেট এর উচ্চতা ৫ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। যে সমস্ত টয়লেটে ঢাকনা থাকে না, সে সমস্ত টয়লেটে সবথেকে বেশি ড্রপলেট নির্গত হচ্ছে। আর যে সমস্ত টয়লেটে ঢাকনা আছে সেই সমস্ত টয়লেটে তুলনামূলকভাবে কম ড্রপলেট নির্গত হচ্ছে।

পাবলিক টয়লেট এর ক্ষেত্রে বিশেষ করে ভারতে বেশিরভাগই ঢাকনা থাকে না। সাধারণ রেলওয়ে স্টেশন এবং বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় যে সমস্ত টয়লেট সাধারণ মানুষ ব্যবহার করেন তাদেরকে সচেতন থাকতে হবে যাতে টয়লেটের মাধ্যমে কোনভাবেই তারা যেন করোনা সংক্রামিত না হয়ে পড়েন।