coronavirus, করোনা ভাইরাস, করোনা
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- সম্পূর্ণ বিশ্বের মতো এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ল ভারতে।  একদিনে করোনা সংক্রমনের সংখ্যা লাফিয়ে পৌঁছে গেল প্রায় সত্তর হাজারের কাছে। কয়েকদিন আগে পর্যন্ত ভারতে করোনা পরিস্থিতি খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে বোঝা যাচ্ছিল। তবে এবার এই দ্বিতীয় ঢেউয়ে নতুন ভাবে চিন্তা বাড়বে কেন্দ্র সরকারের।

রাজ্য গুলির মধ্যে সবথেকে বেশি এই করোনাভাইরাস এ প্রভাবিত হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্র। করোনার দ্বিতীয় ঢেউতেও একই অবস্থা মহারাষ্ট্রে। গতকাল শুধুমাত্র মহারাষ্ট্রে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০,৪১৪ জন মানুষ। সাথে সাথে সম্পূর্ণ ভারতে গতকাল করনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮,০২০ জন মানুষ। মৃত্যু হয়েছে ২৯১ জন মানুষের।

কেন্দ্র সরকারের কাছে পরিস্থিতি আগেরবারের মতো সামলানো এবার অত সহজ হবে না। দেশজুড়ে পাঁচটি রাজ্য চলছে বিধানসভা ভোট। এই ভোট চলাকালীন কিভাবে লক ডাউন করে আবার এই ভাইরাসের দাপট কমাতে পারবে কেন্দ্র সরকার তা এবার দেখার বিষয়। ইতিমধ্যেই মহারাষ্ট্রের সরকার আলোচনা শুরু করে দিয়েছে তাদের রাজ্যে লকডাউনের সম্বন্ধে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, মহারাষ্ট্রে উদ্ভব সরকার সীমিত কিছু দিনের জন্য লকডাউন এর ঘোষণা করতে পারেন।

প্রায় গত এক বছর ধরে ভারতে করনা ভাইরাসে প্রভাবিত সাধারণ মানুষের জনজীবন। খুব বড় ভাবে প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বিভিন্ন শিল্প এবং ব্যবসা বাণিজ্য করোনার দৌলতে বন্ধ হয়ে যাওয়ার কারণে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। তাহলে এবার কিভাবে করোনার দ্বিতীয় ঢেউকে আটকাবে মোদী সরকার তা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

বিশ্বজুড়ে যে সমস্ত ভ্যাকসিন করনা ভাইরাসের সংক্রমণ কে আটকাতে তৈরি করা হয়েছে, এখন নতুন প্রশ্নের মুখে পড়েছে ওই ভ্যাকসিন গুলি। করোনার নতুন স্ট্রেন কে আটকানোর ক্ষমতা কি রাখে এই ভ্যাকসিনগুলি ? এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।