ওয়েব ডেস্কঃ- এবার ভারতকেও চিন্তার মুখে ফেলে দিল করোনাভাইরাস এর নয়া প্রজাতি। ভারতের জেনোমিক্স কনসর্টিয়াম ল্যাবের প্রাথমিক পরীক্ষায় ব্রিটেন ফেরত 6 জনের শরীরে করোনার নয়া প্রজাতির হদিশ মিলল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ব্রিটেন ফেরত মোট 6 জনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের শরীরে ব্রিটেন-এর নয়া করোনাভাইরাস প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে তিনজন বেঙ্গালুরুর এনআইএমএইচএএনএস, দুজন হায়দ্রাবাদের সিসিএমবি এবং পুনের এনআইভিতে একজন রয়েছেন।
তাদের রাজ্য সরকারের করোনা বিভাগের সম্পূর্ণ পৃথক ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সহযাত্রী এবং পরিবারের লোকজনদের উদ্দেশ্যে খোঁজ চালানো হচ্ছে।
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন সেন্টার ফর ম্যাথমেটিক্যাল মডেলিং অফ ইনফেকশাস ডিজিজ-এর গবেষণার মতে, অন্য সব করোনার প্রজাতির তুলনায় এই নতুন প্রজাতি 56 শতাংশ বেশি সংক্রমণে সক্ষম। এর ফলে বাড়তে পারে প্রাণহানি এবং নতুন বছরে অনেক বেশি সংখ্যক মানুষ ভর্তি হতে পারে হাসপাতালে।
ব্রিটেনের সরকারকে আগেই জানানো হয়েছিল যে, করোনার ইদানিং যে প্রজাতিগুলো সক্রিয় আছে তার থেকে নতুন প্রজাতিটি 70 শতাংশ বেশি সংক্রমণ করতে সক্ষম। গত 23 ডিসেম্বর মাঝরাত থেকে আগামী 31 শে ডিসেম্বর অবধি ব্রিটেন থেকে আশা সমস্ত বিমান বন্ধ রেখেছে ভারত। এর আগে 25 শে নভেম্বর থেকে 23 শে ডিসেম্বর অবধি ব্রিটেন থেকে আগত 33 হাজার জন যাত্রীর উপর কড়া নজর রাখা হয়েছে এবং আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে।
এখন অব্দি যতগুলো পরীক্ষা হয়েছে তাদের মধ্যে 114 জনের শরীরের করোনা ভাইরাস পাওয়া গেছে। জিন সিকোয়েন্সিং-এর জন্য ওই 114 জন-এর নমুনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রের বক্তব্য, ‘পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। নজরদারি, কনটেইনমেন্ট, নমুনা এবং জেনোমিক্স কনসর্টিয়াম ল্যাবে নমুনা পাঠানোর সংখ্যা বৃদ্ধির জন্য রাজ্যগুলিকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’