পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- একদিনে প্রায় দেড়গুন বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর তরফ থেকে জারি করা রিপোর্ট অনুযায়ী, আজ পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪,০২২ জন মানুষ। এক লাফে গতকালের তুলনায় প্রায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন আজ। মৃত্যু হয়েছে ১৭ জন মানুষের।
WB COVID-19 Daily Health Bulletin: 05 January 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০৫ জানুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/ouWVFSAGYP
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) January 5, 2022
আজকের রিপোর্ট অনুযায়ী, শুধু মাত্র কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬,১৭০ জন মানুষ। তারপরেই অবস্থান করছে উত্তর ২৪ পরগনা জেলা, এই জেলাতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫৪০ জন মানুষ। তবে চিকিৎসক মহলে নতুন চিন্তার বিষয় হল এই যে করোনার তৃতীয় ঢেউয়ে পশ্চিমবঙ্গে পজিটিভিটি রেট ২৩.১৭ শতাংশ, যা করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের তুলনায় অনেক বেশি।
রাজ্যের অন্য জেলাগুলির মধ্যে হাওড়া জেলায় ১,২৮০ জন, দক্ষিণ 24 পরগনা জেলায় ৭৬৩ জন, হুগলি জেলায় ৬৭০ জন, পূর্ব বর্ধমান জেলায় ২২৩ জন, পশ্চিম বর্ধমান জেলায় ৫৫৬ জন, পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ১৬৩ জন, ঝাড়গ্রাম জেলায় ২৪ জন, বাঁকুড়া জেলায় ১০৮ জন, পুরুলিয়া ১০৪ জন, বীরভূম জেলায় ৩৯২ জন, নদীয়া জেলায় 249 জন, মুর্শিদাবাদ জেলায় ১৮৭ জন, মালদা জেলায় ১২৫ জন, উত্তর দিনাজপুর জেলায় ৪৫ জন, দক্ষিণ দিনাজপুর জেলায় ৩৫ জন, জলপাইগুড়ি জেলায় ৬১ জন, কালিম্পং জেলায় ৩ জন, দার্জিলিং জেলায় ১৯৩ জন, কোচবিহার জেলায় ১২ জন এবং আলিপুরদুয়ার জেলায় ৯ জন মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন।
রাজ্যে আজ সুস্থ হয়েছেন ৬,৪৩৮ জন মানুষ। আজকের রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা কেস এর সংখ্যা ৩৩,০৪২ জন। যাদের মধ্যে ৩০ হাজার ৮৮১ জন মানুষ হোম আইসোলেশনে রয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন ২,০০৯ জন মানুষ এবং সেফ হোমে রয়েছেন ১৫২ জন মানুষ।