corona, coronavirus, corona report,
Corona Virus: গতকালের তুলনায় বেশ কিছুটা বাড়ল করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা ৩৬৯ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কড়া বিধিনিষেধ, লকডাউন ও ভ্যাক্সিনেশন এর জেরে ধীরে ধীরে স্বাভাবিকের পথে গোটা দেশ। মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের জেরে আশঙ্কাজনক অবস্থায় পড়েছিল ভারত। তবে তার রেশ কিছুটা টানতে সক্ষম হলেও, এখন চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।

তবে এই মুহূর্তে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ভ্যাকসিন। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া হয়েছে। দেশের প্রায় অর্ধেক মানুষকে করোনা টিকাকরন করা হয়েছে এবং বাকিদেরকেও টিকাকরণ করা হচ্ছে। বর্তমানে কিছুটা হলেও বেড়েছে সুস্থতার হার।

বুধবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গোটা দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন মানুষ। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭০৮। তবে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৩৬৯ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনার জেরে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জন মানুষ। তবে বর্তমানে সংক্রমনের দিক থেকে দেশকে ভাবাচ্ছে কেরালা।

corona, corona virus, corona report,
Corona Virus: গতকালের তুলনায় বেশ কিছুটা বাড়ল করোনা সংক্রমণ, মৃতের সংখ্যা ৩৬৯ | ছবি – সংগৃহীত

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গোটা দেশজুড়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৩ লক্ষ ৯১ হাজার ২২৬ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ১১৪ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ২২ লক্ষ ৬৪ হাজার ০৫১ জন। যা বাড়তি নিঃশ্বাস যোগাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে ৭০ কোটি ৭৫ লক্ষেরও অধিক মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় ৭৮ লক্ষ মানুষকে ভ্যাক্সিনেশন করা হয়েছে। গোটা দেশ জুড়ে বাড়ছে করোনা পরীক্ষা, গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করিয়েছেন, ১৫ লক্ষ ৫৩ হাজার ৭৪৫ জন মানুষ।