পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের গোটা দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের চোখ রাঙানি এখনও বন্ধ হয়নি। তারই মধ্যে আবার দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাস-এর তৃতীয় ঢেউ। গোটা দেশজুড়ে সংক্রমণ বাড়ার সাথে সাথে এরাজ্যেও করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। এ রাজ্যে শীর্ষস্থানে রয়েছে কলকাতা।
গতকাল এক ধাক্কায় বেশ কিছুটা এগিয়ে গেল দেশর দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯৬৫ জন মানুষ। সংক্রমণের পাশাপাশি গোটা দেশজুড়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারণ রোগ করোনা ভাইরাস এর জেরে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন মানুষ।
স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গোটা দেশজুড়ে করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। এছাড়াও এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জন মানুষ।
সংক্রমণের পাশাপাশি কমেছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ৯৬৪ জন মানুষ। গোটা দেশজুড়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৯ হাজার ৯৬৪ জন মানুষ। তবে এই মুহূর্তে গোটা দেশজুড়ে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ২৭ হাজার ১১৮।
মারণ রোগ করোনা ভাইরাস এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে ১ কোটি ১৮ হাজার ৭০৮ জন মানুষকে ভ্যাক্সিনেশন করা হয়েছে। এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে ৬৫ কোটি ৪১ লক্ষ ১৩ হাজার ৫০৮ জন মানুষকে ভ্যাক্সিনেশন করা হয়েছে।
এরাজ্যেও বেড়েছে করোনা সংক্রমণ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর হার। করোনা সংক্রমনের দিক থেকে ফের শীর্ষস্থানে রয়েছে কলকাতা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন মানুষ। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৪৮ হাজার ৬০৪। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের জেরে মৃত্যু হয়েছে ১৩ জন মানুষের।
গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত করোনার বলি হয়েছেন ১৮ হাজার ৪৪৭ জন মানুষ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরে এসেছেন ৬৪০ জন মানুষ। গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লক্ষ ২১ হাজার ৩৪২ জন মানুষ। স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা টিকা পেয়েছেন ৩ লক্ষ ৯৮ হাজার ৩৫৮ জন মানুষ। এখনো পর্যন্ত গোটা রাজ্যজুড়ে ৩ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৯৫৮ জন মানুষ করোনা টিকা পেয়েছে।
আরও পড়ুনঃ– Corona Vaccine: এবার থেকে কুপন ছাড়া মিলবে না ভ্যাকসিন, নয়া নির্দেশিকা নবান্নের