পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ দেশে প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলেছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অক্সিজেন, বেড এবং ভ্যাক্সিনের অভাব। এমত অবস্থায় জীবনের ঝুঁকি কমাতে কোথাও কোথাও আংশিক কিংবা সম্পূর্ণ লক ডাউনের পথে চলেছে সরকার।
সেই কারণে স্বাভাবিক ভাবেই ঝুঁকির মুখে পড়েছে বহু ব্যবসা। এরই মধ্যে অর্থমন্ত্রীকে রীতিমত হুঁশিয়ারি দিয়েছে খুচরো ব্যবসায়ী সংগঠন আরএআইও।
বর্তমানে করোনা অতিমারির জেরে একেবারে বিপদের মুখে ব্যবসা বানিজ্য। ধাক্কা লেগেছে পর্যটন শিল্পেও। সমস্ত ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে নগদের অভাব।
এছাড়াও অনেক ঋণ অনুৎপাদক সম্পদে পরিণত হওয়ার আশঙ্কাও জোরালো হয়েছে। এমত অবস্থায় সমস্ত ঋণের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান পর্যটন শিল্পের সংগঠন আয়োটা।
আরএআইএর সিইও কুমার রাজাগোপাল বলেন, ” আয় প্রায় শূন্য। আর্থিক বোঝা কমাতে সরকার এখনও ত্রাণ না দিলে এই ব্যবসার এবার বেঁচে থাকাই কঠিন হবে।”
এছাড়া আয়োটার প্রেদিসেনট রাজীব মেহেরা বলেন যে, যদিও তারা ইসিএলজি এর আওত্তায়। তবুও শর্তের নিরিখে ঋণ প্রায় পাওয়া যাচ্ছেনা বললেই চলে। এরই মধ্যে বিগত বছরখানেক ধরে ব্যবসা না থাকায় যদি ঋণের বোঝা একটু কমানো যায় তবে তারা হয়ত বেঁচে যাবেন বলে দাবী তাদের।