আলিয়া ভাট, বলিউড, বিনোদনের খবর, করোনা ভাইরাসের খবর
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আবারও বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে কাহিল মহারাষ্ট্র এবং মুম্বাই। শুধুমাত্র সাধারণ মানুষ নন একের পর এক সেলিব্রেটিরা আক্রান্ত হচ্ছেন করোনায়। বলিউডে সেলিব্রেটিদের মধ্যে এবারে আক্রান্ত হলেন আলিয়া ভাট।

আলিয়া ভাট করোনাতে আক্রান্ত হবার কিছুদিন আগেই তাঁর প্রেমিক রানবীর কাপুরের কারোনা পজেটিভের খবর এসেছিল। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ফেডারেশান অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ইজের সাধারণ সম্পাদক অশোক দুবে সংবাদ মাধ্যমকে আলিয়া ভাটের করোনা সংক্রমণের খবর দেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অশোক দুবে জানান যে, হঠাৎ করেই আলিয়া ভাটের নতুন ছবি “গাঙ্গুবাই কাটিয়াওয়াড়ি” শ্যুটিং বাতিল হয়ে যায়। কারণ স্বরূপ জানানো হয় যে, ছবির একজন মুখ্য অভিনেতা করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবরকে পাকাপাকিভাবে জানতে ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সংস্থার প্রডাকশান ইউনিটের প্রধান চেতনের সাথে যোগাযোগ করলে তিনি আলিয়া ভাটের কথা নিশ্চিত করেন।

যদিও এর আগেই আলিয়া ভাটের প্রেমিক তথা রানবীর কাপুর এবং আলিয়া ভাটের সিনেমা “গাঙ্গুবাই কাটিয়াওয়াড়ি” পরিচালক সঞ্জয়লীলা বনশালীর করোনা পজেটিভ ধরা পড়ে। ফলে সিনেমার শুটিং কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। যদিও আলিয়া ভাটের করোনা পজেটিভ ধরা পরার সাথে সাথেই তিনি হোম আইসলেশানে চলে যান।

আলিয়া ভাটের করোনা পজেটিভ ধরা পরাতে তাঁর অভিনীত কিন্তু এখনও মুক্তির অপেক্ষায় থাকা দুটি বড় বাজেটের ছবি অর্থাৎ হিন্দিতে সঞ্জয়লীলা বনশালীর “গাঙ্গুবাই কাটিয়াওয়াড়ি” এবং দক্ষিণের ছবি ” বাহুবলী” সিনেমার পরিচালক রাজামৌলির পরিচালিত ” আরআরআর” সিনেমা, যেখানে আলিয়ার বিপরীতে আছেন দক্ষিণের সুপারস্টার রামচরণ, এই দুটি সিনেমাই যে ধাক্কা খেল তা বলাই বাহুল্য।