ওয়েব ডেস্কঃ- আজ সকালে জানা যায়, আবারও দেশে নতুন 14 জনের দেহে মিলল নয়া করোনার খোঁজ। ব্রিটেনের ফেরত নতুন আক্রান্ত হওয়া 14 জনকেই আইসোলেশন ওয়ার্ড-এ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মঙ্গলবার 6 জনের দেহে মিলেছিল করোনার এই নতুন স্ট্রেন। বর্তমানে 20 জন নয়া-করোনার তালিকার মধ্যে দিল্লিতে 8 টি কেস এবং ব্যাঙ্গালুরুতে 7 টি কেস রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস-এর প্রোটিন বারবার রূপ পরিবর্তন করে নতুন চেহারা নিতে সক্ষম।করোনার এই নতুন স্ট্রেন অনেক দ্রুত ছড়িয়ে পড়তে এবং মৃত্যুর সংখ্যার হারও বেড়ে যেতে পারে। এই মিউটেশন N501Y বলে পরিচিত। করোনাভাইরাস-এর নতুন স্ট্রেন দ্বারা আক্রান্তের সংখ্যা যদি বাড়তে থাকে তবে সেটি বিপদজনক দেশের পক্ষে।
করোনার নতুন স্ট্রেনটি দ্রুত সংক্রমণে সক্ষম হলেও, তার উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়। এই নতুন স্ট্রেন-এর উপর সমানভাবে কাজ করবে করোনার ভ্যাকসিন। শুধু ব্রিটেন এবং ভারতই নয় অন্যান্য বিভিন্ন দেশেও পাওয়া যাচ্ছে এই নতুন স্ট্রেনের খোঁজ। কিছু দেশ আতঙ্কিত হয়ে ঘোষণা করেছে লকডাউন।