coronavirus, india, health ministry meeting,
Coronavirus: মাথা চাড়া দিচ্ছে করোনা ! এমার্জেন্সি বৈঠকের ডাক স্বাস্থ্য মন্ত্রকের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ– ২০১৯ সালে চিন থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল অতিমারি করোনা। যার ফলে ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর মানুষের। এছাড়া অনেক পরিবারই তাদের প্রিয়জনকেও হারিয়েছে। তবে সম্প্রতি আবারও ভয় ধরাচ্ছে এই অতিমারি। চিন সহ আরো অন্যান্য জায়গায় আবারও ফিরে আসছে করোনা। সেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

বর্তমানে দেশজুড়ে নিয়ন্ত্রণ হয়েছে করোনা পরিস্থিতি। কিন্তু আবার আসতে চলৈছে সেই অতিমারির বিপর্যয়। জানা যাচ্ছে চিন সহ জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা প্রভৃতি জায়গাগুলিতে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। ফলস্বরূপ, আবার দুশ্চিন্তায় পড়ছেন সাধারণ আমজনতা। তাই দেশে যাতে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার জন্যই আজ বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

শুধু বৈঠক নয়, আবার এই করোনার মাথাচাড়া দিয়ে ওঠার জন্য অন্য কোনো ভ্যারিয়েন্ট আছে কিনা তাও পরীক্ষা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া এই অতিমারি বর্তমানে একে অপরের থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা রয়েছে তাও পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন। তবে এই বৈঠকের জন্য গত মঙ্গলবারে স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক রাজ্যসহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন।

এই চিঠিতে তিনি প্রত্যেককে জোর দিতে বলেছেন জিনোম সিকোয়েন্সিংয়ের উপর। এর পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়েও সতর্ক থাকতে বলেছেন তাদের। তবে চিন সহ আরো অন্যান্য জায়গায় নতুন করে সংক্রমণ হওয়ায় উদ্বিগ্ন হয়েছেন স্বাস্থমন্ত্রক। তাই এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি আজ ডাক দিয়েছেন বৈঠকের। যেখানে তিনি ছাড়াও থাকবে আরও অন্যান্য স্বাস্থ্য মন্ত্রকের আধিকারীরা। এর পাশাপাশি থাকবেন রাজ্যের প্রতিনিধি ও বিশেষজ্ঞরাও।