মদন মিত্র, Madan Mitra, নারদা, narada
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা পজিটিভ মদন মিত্র (Madan Mitra)। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। পঞ্চম দফার ভোটের দিন কামারহাটিতে বিভিন্ন বুথ প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু সেই সময় শ্বাসকষ্টজনিত অবস্থায় থাকে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আশায় তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটের দিন বিভিন্ন বুথে ঘুরে দেখছিলেন তৃণমূলের বিশিষ্ট নেতা মদন মিত্র। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে তাকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হলেও, পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন অক্সিজেন না দিলে অক্সিজেনের মাত্রা ভীষণভাবে কমে যাচ্ছে। সম্প্রতি অনেকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না মদন মিত্রের। ২০২১ এর বিধানসভা ভোটে তিনি কামারহাটি থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন। ভোটের দিন তাকে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়াতে।

মদন মিত্র এর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর যাচ্ছে কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহার  রিপোর্টও পজিটিভ এসেছে। কামারহাটি তে ভোটের দিন তাদেরকে সারাদিন একসাথে ঘুরতে দেখা গিয়েছে বিভিন্ন  ভোটকেন্দ্রে।

অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর কথা দেখতে গিয়ে জানা যাচ্ছে অন্য রাজ্যের মত এই রাজ্যেও বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। হাসপাতালে বেডের সংখ্যাও ক্রমশ শেষের মুখে। ভারতে করনা দ্বিতীয় ধাক্কায় সংক্রমণের হার যেন অনেকটাই বেড়ে গিয়েছে।