পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস শুধুমাত্র মানুষের জীবনহানি করছেনা। মানুষের মনে সর্বক্ষণের জন্য একটা ত্রাসের সঞ্চার করেছে। মানুষ নিজেদের নিত্য জীবনে সবসময় একটা চিন্তা থাকছে এই ভাইরাসকে নিয়ে। এই মুহূর্তে মাস্ক, স্যানিটাইজার কে যেমন বিশেষজ্ঞরা নিজেদের রক্ষা কবচ বানিয়ে নিতে বলেছেন তেমনই নিজেদের টুথব্রাশ থেকেও সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা।
টুথব্রাশ প্রসঙ্গে সমস্ত দাঁতের ডাক্তারদের বক্তব্য হল টুথ ব্রাশ থেকেও সাধারণ মানুষের সতর্কতা অবলম্বন করা উচিৎ। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে সেরে উঠছেন তাঁদের অবিলম্বে নিজেদের টুথ ব্রাশ বদল করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা।
এই প্রসঙ্গে আকাশ সুপার স্পেশালিটি হাসপাতালের দাঁত বিশেষজ্ঞ ডাক্তার ভূমিকা মদন জানান যে, যে কোনও করোনা রোগীর ২০ দিন পরে জিভ পরিষ্কার করার ছাল এবং টুথ ব্রাশ বদলে ফেলা উচিৎ। তার কারণ হিসেবে তিনি জানান যে, ব্রাশে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকে যা মুখ থেকে শরীরে প্রবেশ করেছে।
এই সমস্যা সমাধানের জন্য সবাইকে বিশেষজ্ঞরা ভিটাডিন বা অ্যানটিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার কথা বলছেন। এছাড়াও গরম জলে নুন ফেলে মুখ কূল কুচি করলেও মুখের ভেতরের জারম অনেকটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাস এর থেকে রেহাই পেতে গেলে সব থেকে বেশি দরকার দেশের সমস্ত মানুষের ভ্যাকসিনেশনের। কিন্তু তার পাশাপাশি নিজেদের তরফ থেকে মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিসটেন্স এর নিয়ম পালন করে সতর্ক থাকতে হবে।