পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরেই পঞ্চায়েত ভোট। তারপরেই ২০২৪-এ রয়েছে লোকসভা নির্বাচন। ক্ষমতায় আসার লড়াইয়ের প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে প্রতিটি দল। তবে সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরক্ষা কবচ নিয়ে সোনারপুর দক্ষিণের এলাকায় সফর করলেন সোনারপুরের তৃণমূল-কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র। আর সেই কর্মসূচি পালন করতে সোনারপুর দক্ষিণে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে হাজির হলেন লাভলী মৈত্র।
গতকাল ১৭ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মাননীয়ার দূত হয়ে সুরক্ষা কবচের কর্মসূচি পালন করতে সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় ঘুরলেন তৃণমূল-কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র। আর সেদিন ওই এলাকায় ঘুরতে ঘুরতে কালিকাপুর–১ পঞ্চায়েতের পূর্ব মন্দিরপাড়ায় সুজন চক্রবর্তীর বাড়িতে হাজির হলেন অভিনেত্রী তথা তৃণমূল-কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র। কথা বললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সাথে। তবে কি কথা হলো সুজন-লাভলির?
সরাসরি কথা হয়নি তৃণমূল নেত্রী ও সিপিএম নেতার। চলোভাষ অর্থাৎ ফোনের মাধ্যমে কথা হয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও তৃণমূল নেত্রী লাভলী মৈত্রর। সাধারণভাবেই কথোপকথন হয়েছে এই দুই নেতা-নেত্রীর। সুজন চক্রবর্তী তার বাড়িতে না থাকায় লাভলী মৈত্র সিপিএম নেতাকে ফোন করে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন? তার উত্তরে সিপিএম নেতা জানায় ভালো। লাভলীকেও জিজ্ঞাসা করে তিনি কেমন আছেন? এর পাশাপাশি সুজন চক্রবর্তী তাদের কথোপকথনে এও জানান যে তিনি বাড়িতে নেই। তিনি পূর্ব মেদিনীপুরে কর্মসূচিতে রয়েছেন। এদিন কথোপকথনে পূর্ব মেদনীপুরে লাভলিকে আমন্ত্রন জানান বাম নেতা। লাভলিও হাসিমুখে উত্তরে জানান, নিশ্চয়ই তিনি যাবে।
এদিন দিদির সুরক্ষা কবচ নিয়ে সোনারপুরের দক্ষিণের বিভিন্ন এলাকায় দূত হয়ে প্রত্যেক বাড়িতে সফর করেন লাভলী মৈত্র। আর সেরকমই সফর করতে করতে পৌঁছে যান বাম নেতা সুজন চক্রবর্তীর বাড়িতে। তবে সেখানে দেখা হয়নি সুজন চক্রবর্তীর সাথে। তবে অন্যদিকে, সেদিন দেখা হয়েছে সুজন চক্রবর্তীর অন্যান্য ভাইদের সাথে।
তাদের সাথে কথোপকথনে সমস্যার কথা জানতে পারেন তৃণমূল বিধায়ক। খাল সংস্কার, পানীয় জল এবং রাস্তার সমস্যার কথা জানান সুজন চক্রবর্তীর ভাইয়েরা। এই সমস্যার সমাধান হওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়ক লাভলী মৈত্র। তবে সিপিএম নেতার বাড়িতে তৃণমূল বিধায়কের উপস্থিতি দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।