পশ্চিমবঙ্গ ডেস্কঃ পৌরভোট নিয়ে উত্তপ্ত গোটা রাজ্য। ইতিমধ্যেই প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে বিক্ষোভ। কোথাও কোথাও আবার রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ দেখানো সত্ত্বেও তাদের কথা মানতে নারাজ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। পৌর নির্বাচনে প্রার্থীর তালিকা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর তৈরি করা প্রার্থীর তালিকায় তৃণমূলের শেষ তালিকা।
তবে এবার প্রার্থী ইসুকে কেন্দ্র করে তৃণমূলের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নিশানায় নিয়ে সরব হলেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। গত রবিবার নাম না করে তৃণমূল সাংসদ সৌগত রায়কে কটাক্ষ করার পর সোমবার পার্থ চট্টোপাধ্যায় কে নিশানায় নিলেন মদনবাবু।
আসন্ন পৌর ভোটকে কেন্দ্র করে প্রার্থী তালিকা নিয়ে মদন মিত্র এ দিন জানান, প্রার্থী বাছাই করা সঠিক হয়নি। এরপর তিনি সুর চড়িয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায় দলের লোকেদের চেনেন না বলে মনে হয়। এছাড়াও তৃণমূল বিধায়ক আরও বলেন, দিন দিন তৃণমূলের মধ্যে কংগ্রেস আর বিজেপির কালচার ঢুকে পড়ছে। দলের কিছু মানুষ রয়েছে যারা সময়ের অপেক্ষায় রয়েছে দলটিকে ভাঙার জন্য। তিনি আরও বলেন যে, দলের প্রার্থীর তালিকা প্রকাশ হওয়ার পর থেকে রাস্তায় রাস্তায় অবরোধ চলছে, বোমা পড়ছে, কারা করছে এসব।
যদিও মদন মিত্রের পাল্টা জবাব দিতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। তিনি আগে থেকেই জানিয়েছেন যে তিনি মদন মিত্রের কথাতে কান দিতে চাইছেন না। তবে মদন মিত্র জানিয়েছেন, দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামলেই সবকিছু ঠিক হয়ে যাবে। দলের মধ্যে কিছু নাটের গুরু আছে যারা দলটিকে ভাঙ্গার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।