rishabh pant, wriddhiman saha
তৃতীয় টেস্টে হারের পর পান্ত এর জায়গায় ঋদ্ধিমানকে দলে ফেরানোর আবেদন ক্রিকেটপ্রেমীদের | ছবি - সংগৃহীত

ইংল্যান্ড, প্রকাশ মণ্ডলঃ- তৃতীয় টেস্ট এর প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় এর কারণে লজ্জাজনক হারের মুখ দেখতে হয় বিরাট এর নেতৃত্বাধীন ভারতের। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামা রুট বাহিনী অনায়াসেই ইনিংস সহ ৭৬ রানে ভারতকে পরাজিত করে সিরিজে সমতা ফেরায় হেডিংলিতে।

প্রথম টেস্ট ড্র হওয়ার পরে লর্ডসে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্যাপ্টেন বিরাট কোহলির নেতৃত্বে দুরন্ত জয় উপহার দেয় ভারতীয় দল। কিন্তু সিরিজের তৃতীয় টেস্টে ব্রিটিশ ক্যাপটেন জো রুটের খেলা ১২১ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে ইনিংস সহ ৭৬ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফেরায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল।

প্রসঙ্গত, প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করে ভারতীয় দল। তৃতীয় দিনের শেষে ভারত ২১৫ রান করে মাত্র দু’টি উইকেট হারিয়ে ছিল। কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশনে ২৭৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। আর এখান থেকেই উঠে আসে নানান প্রশ্ন।

দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার ৫৯ ,বিরাট কোহলির ৫৬ এবং চেতেশ্বর পূজারার করা ৯১ রান ছাড়া আর কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই অন্য কোনও ব্যাটসম্যানদের।

ম্যাচ শেষ হওয়ার পরে জঘন্যতম হারের জন্য যে ব্যাটসম্যানদের নাম উঠে আসছে, তিনি হলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রিষভ পন্ত। তিনি পর্যাপ্ত সুযোগ পাওয়া সত্ত্বেও ইংল্যান্ডে এবার নিজেকে সেভাবে মেলে ধরতে এখনো অসমর্থ হয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ইনিংসে তার সংগ্রহ যথাক্রমে ৪ ও ৪১ রান।

চলতি সিরিজে এখনো পর্যন্ত পাঁচটি ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৫, ৩৭, ২২, ২ ও ১ রান । নেই কোনো শতরান, এমনকি নেই কোন অর্ধশতরানও। তার এই পারফরমেন্সের উপর লক্ষ্য করে নেটদুনিয়া বেশ কয়েকদিন ধরে সরগরম । চতুর্থ টেস্টে ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর জন্য জোর দাবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আমরা পরিসংখ্যানের দিকে চোখ বুলালে দেখতে পাবো যে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্তের থেকে অনেকটাই এগিয়ে আছেন ঋদ্ধিমান সাহা। এর সাথে সাথে ব্যাটসম্যান হিসেবে ভারতের হয়ে ঋদ্ধিমান সাহা এখনো পর্যন্ত ৩৮টি টেস্ট ম্যাচ খেলেছেন আর তার সংগ্রহ ১২৫১ রান। যার মধ্যে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। তবে সবার চোখ এখন চতুর্থ টেস্ট ম্যাচের দিকে যে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে কাকে জায়গা দেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট ।