ফিরহাদ হাকিম, নির্বাচন কমিশন
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- শোকজ করা হল কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। শোকজ করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কটূক্তির জেরে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির বিরুদ্ধে কুরুচিকর ভাষায় মন্তব্য করতে শোনা যায়। তার জেরেই নির্বাচন কমিশন জবাব তলব করেছে ফিরহাদ হাকিমের কাছে।

নির্বাচন কমিশনের নোটিশ থেকে জানা গিয়েছে ফেসবুকে একটি ভাইরাল হওয়া ভিডিও থেকে অভিযোগ আনা হয় তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এর বিরুদ্ধে। ওই ভিডিও দেখার পর নির্বাচন কমিশন জানিয়েছে, যে ভাষায় ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপিকে নিয়ে মন্তব্য করছেন তা নির্বাচন বিধি এর কোড অফ কন্টাক্ট ভেঙেছে যার জন্য তাকে শোকজ করা হচ্ছে।

আসুন দেখে নেওয়া যাক ফিরহাদ হাকিম কি বলেছিলেন ওই ভিডিওতে ?

বাংলার বিধানসভা ভোটের এবার একাধিক নেতাকে নির্বাচন দন্ডবিধি লঙ্ঘন করায় বারবার শোকজ করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বরাবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা গিয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাতে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন।

কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় রাজ্যের প্রধান বিরোধী পার্টি, বিজেপির নেতাদেরও উস্কানিমূলক কথায় নো ননসেন্স নীতি দেখিয়েছে। শোকজ করা হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি প্রেসিডেন্ট দিলীপ ঘোষকে। এমনকি ২৪ ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির প্রেসিডেন্ট দিলীপ ঘোষের উপর।

তবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে ফিরহাদ হাকিমকে নোটিশে জানানো হয়েছে যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তিনি যথাযথ উত্তর না দিতে পারেন তাহলে তার উপর কড়া ব্যবস্থা নেওয়া হবে।