পশ্চিমবঙ্গ ডেস্কঃ ফের রাজনৈতিক মহলে জল্পনা। তাপসের রায়ের পর কি এবার মদন মিত্র তৃণমূল ছাড়তে চলেছে ? এদিন কামারহাটির বিধায়কের কথায় এমনই ইঙ্গিত পাওয়া গেল। ২০২৬ সালের পর আর ভোটে দাড়াবেন কিনা ভেবে দেখবেন বলেই জানালেন তৃণমূলের জনপ্রিয় নেতা মদন মিত্র।
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এদিন বলেন, “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর নির্বাচনে দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে।” এহেন মন্তব্য করার পর তৃণমূলের বিধায়ক তথা সোশ্যাল মিডিয়ার লাভলি নিজের ভঙ্গিতে গান করে বলেন, “নিজেকে নিজের মোটো গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক। রোদন ভরা এ বসন্তের গান গাইতে যাইনি। আশি কেজি ওজন হয়ে গিয়েছে। এটা ঠিক নয়। অনেক দিন তো হল।”
দিন কয়েক আগে মদন মিত্রের মতো একই সুর শোনা গিয়েছল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ের গলায়। তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন। এছাড়াও তাপস রায়ও জানিয়েছিলেন যে রাজনীতিতে একটি নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়, রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে তাপস রায় বলেছিলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, রাজনীতিতে একটা নির্দিষ্ট সময়ের পর আর থাকা উচিত নয়। আমি গাওস্করের ভক্ত। আমাদেরও নির্দিষ্ট বয়সের পর অবসর নেওয়া উচিত। আমি আগেও বলেছি, আমি দলকে সঠিক সময়ে জানিয়ে দেব অবসরের কথা।” সেদিন তাপস রায়ের এই ধরনের মন্তব্যের সমর্থনও করেছিলেন মদন মিত্র।
তবে এদিন মদন মিত্রের গলায় এমন সুর শোনার পর তিনি যে ২০২৬-এ দল ছাড়ছেন এ বিষয়ে আর কোন সন্দেহ নেই কারোর। মদন মিত্র কিছুদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে জানিয়েছেন যে তিনি কোন ইস্যুতে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চান না। তারপরেই জল্পনা শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। প্রশ্ন উঠেছে, অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ কি ? তিনি কি কথা বলার কোনও সুযোগ পাননি ? তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।