পশ্চিমবঙ্গ ডেস্কঃ দিন দিন সাইবার হামলার শিকার বেড়েই চলেছে। জালিয়াতির ফাঁদ পেতে বসে আছে হ্যাকাররা। বিভিন্ন ভুয়া লিংক ও ওয়েবসাইট এবং ইমেইল একাউন্টের মাধ্যমে বিছিয়ে রেখেছে জালিয়াতির ফাঁদ।
সাইবার হামলার খবর কমবেশি প্রতিদিনই শোনা যায়। কয়েক বছর ধরেই চলছে এমন ঘটনা। ২০২০ সালের প্রথমের দিকে করোনা মহামারীর সময় থেকেই সাইবার হানার শিকার বেড়ে চলেছে। জালিয়াতিরা ভুয়া লিংক ছড়িয়ে রেখেছে বিভিন্ন ওয়েবসাইটে। ওই লিংকে ক্লিক করলেই ব্যাস, সমস্ত গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে। ব্যাংকের একাউন্টে কত টাকা রয়েছে সেটিও জেনে নিতে পারবে হ্যাকাররা।
হ্যাকাররা ইতিমধ্যেই কিছু ভুয়া ওয়েবসাইট ও জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইবার হামলার শিকার চালাচ্ছে। এবার সাইবার হামলার থেকে আমজনতা কে রক্ষা পেতে নয়া নিয়ম কেন্দ্র সরকারের। কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিয়েছে, কারণ বেশিরভাগ সরকারি আধিকারিকদের উপরই সাইবার হামলা বেশি দেখা যাচ্ছে। যেখানে ব্যাংকের অ্যামাউন্ট সবথেকে বেশি সেখানেই আক্রমণ করছে জালিয়াতিরা।
দেশে প্রায় ৩ লক্ষ সরকারি অধিকারীদের সাইবার সুরক্ষার জন্য মাথা নাড়া দিয়ে বসলো কেন্দ্র সরকার। সরকারি আধিকারিকরা বেশিরভাগ ক্ষেত্রেই ইমেইলের মাধ্যমে সাইবার হামলার শিকার হয়ে থাকেন। বহু সরকারি অধিকারী তারা সরকারি ওয়েবসাইটে ইমেইল এড্রেস ব্যবহার করে থাকেন। সেখান থেকে লগইন তথ্য হাতিয়ে সাইবার হামলা চালায় জালিয়াতিরা।
ইমেইল একাউন্ট সুরক্ষা রাখার জন্য বিশেষ নিরাপত্তার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সর্বদা টু-ফ্যাক্টর অথোরাইজেশন (two factor authentication) এর উপর জোর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যাতে দ্বিতীয় ব্যক্তি ওই অ্যাকাউন্টে ব্যবহার করতে না পারে।
কেন্দ্র সরকারের নয় নীতি অনুসারে লগইন করার সময় আনা হচ্ছে কড়া নিরাপত্তা। আইডি পাসওয়ার্ড দিলেই নিজস্ব একাউন্টে প্রবেশ করতে পারবেন না। আপনার নিজস্ব একাউন্ট কিনা তার জন্য আরো প্রমাণ দিতে হবে। এছাড়াও আপনার একাউন্টে রেজিস্টার করা ফোন নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। সমস্ত রকম প্রমাণ দেওয়ার পর ওয়ান টাইম পাসওয়ার্ড সাবমিট করলেই নিজস্ব একাউন্টে প্রবেশ করতে পারবেন। সাইবার হানায় থেকে রক্ষা পেতে এই নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার।