cyber crime, সাইবার ক্রাইম
Cyber Crime: অপরিচিত এক মহিলার ভিডিও কলে ফেঁসে খোয়াতে হল ২.৬৯ কোটি টাকা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে সাইবার ক্রাইম করে ফাঁসানো হচ্ছে বহু মানুষকে। ভিডিও কল, অডিও কল বা অন্যান্য ম্যাসেজের মাধ্যমে। সম্প্রতি এক মহিলার ভিডিও কল ধরে ফেঁসে গিয়ে ২.৬৯ কোটি টাকা হারিয়েছেন গুজরাটের এক ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি পুনঃনবীকরণযোগ্য একটি জ্বালানি ফার্ম চালান। তবে এই ঘটনাটি ঘটে গত বছরের ৮ই আগস্ট। গত বছরের আগস্ট মাসের ৮ তারিখে এই ব্যক্তির ফোনে আসে এক মহিলার ভিডিও কল। সাধারণভাবেই তিনি সেই ভিডিও কলটি ধরেন। তারপর সেই মহিলা ওই ব্যক্তিকে বিবস্ত্র হতে বলেন। আর তারপরে ওই ব্যক্তি ফোন কেটে দেন। পরবর্তী সময় থেকেই নানা রকম ভাবে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করেন সেই মহিলা।

সূত্রের খবর জানা যায়, ওই মহিলা প্রথমে ওই ব্যক্তিকে সেই ভিডিও ক্লিপ চারিদিকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। তারপর আবার কয়েকদিন পর ওই ব্যক্তিকে গুড্ডু শর্মা নামে এক ব্যক্তি ফোন করে বলেন, তিনি দিল্লি পুলিশের পরিদর্শক এবং ভিডিও ক্লিপটি তার কাছেই রয়েছে। ভিডিওটি যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য ৩ লাখ টাকা দিতে হবে।

এরপর আগস্ট মাসের ১৪ তারিখে আবার এক ভুয়ো কল আসে ওই ব্যক্তির ফোনে। সেখানে সাইবার সেলের পরিচয় দিয়ে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করছে বলে ওই ব্যক্তিকে ফাঁসিয়ে ৮০ লাখ ৯৭ হাজার টাকা দাবি করে ওই কলে থাকা ব্যক্তি।

তবে ওই চক্র এখানেই থেমে থাকেনি। আবারো ফোন করে সেই ব্যক্তিকে বলা হয় ওই মহিলার মা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে গিয়েছে। তাকে ৮ লাখ ৫০ হাজার টাকা দিলে এই মামলা নিষ্পত্তি করে দেবে। এইভাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ক্রাইমে ফেঁসে গিয়ে প্রচুর টাকা ক্ষতি হয় ওই ব্যক্তির।

তারপরেই ১০ই জানুয়ারী এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য গুজরাটের ওই ব্যক্তি যোগাযোগ করেন সাইবার সিকিউরিটি ব্রাঞ্চে। সেখানে গিয়ে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তার ২.৬৯ কোটি টাকা হারিয়েছে বলে অভিযোগ করেন।

তবে সাম্প্রতিক সময়ে জানা গিয়েছে, ওই মহিলার নাম রিয়া শর্মা। তিনি বর্তমানে থাকেন মুম্বাইতে। তার আদি বাড়ি গুজরাটের মোরবি জেলায়। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি কোনো ব্যক্তিকে। তবে এই বিষয়ে তদন্ত চলছে।

দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের চক্রের আধিক্য ইদানিং বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গে সাইবার ক্রাইম সেলে ঘনঘন এই ধরনের অভিযোগ দায়ের হচ্ছে বলে জানা গিয়েছে। এই ধরনের চক্র প্রথমে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মেসেঞ্জারে ব্যক্তিদের সাথে প্রেমালাপ দিয়ে কথোপকথন শুরু করে। এরপর তারা ওইসব ব্যক্তিদের যৌন প্রলোভন দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ভাবে ফাঁসানোর চেষ্টা করে। সাইবার ক্রাইম সেল থেকে বারংবার কোন অপরিচিত মহিলার সাথে আলাপচারিতার ক্ষেত্রে সাবধানতা নিতে বলা হয়েছে।