পশ্চিমবঙ্গ ডেস্কঃ কলকাতার আকাশ জুড়ে মেঘেদের আনাগোনা। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই মেঘেদের চাদরে ডেকেছে গোটা রাজ্য। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। তবে শনিবারেও এমন আবহাওয়া জারি থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে একটি ঘূর্ণবাত অবস্থান করেছে। এছাড়াও মধ্য-পশ্চিম ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণবাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যার জেরে উত্তর-পূর্ব ভারতে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে। তবে উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এই দুটি জেলায় আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।