today weather news, weather, weather update, weather update in west bengal, mandous, cyclone mandous, পশ্চিমবঙ্গ, আজকের আবহাওয়ার খবর, আবহাওয়া, আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, পশ্চিমবঙ্গে আজকের আবহাওয়া, মান্দাস, ঘূর্ণিঝড় মান্দাস
বঙ্গে শীত উঁকি মারতেই ঘূর্ণিঝড় 'মান্দাস'-এর আবির্ভাব! জানুন কেমন থাকবে আবহাওয়া | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবছরই বঙ্গোপসাগরে উৎপন্ন হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের। তারপর আবারও ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতীয় উপকূলের দিকে। এবার তার নামকরণ করা হয়েছে মান্দাস। আপাতত ঘূর্ণিঝড়টি নিম্নচাপের পর্যায়ে রয়েছে। আগামী বুধবার এই নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

এবারের ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। ‘মান্দাস’ কথার আরবি ভাষার অর্থ হল ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সিত্রাঙ্গের পর প্রথম যে ঝড়টি উৎপন্ন হবে তার নাম হবে মান্দাস। সেই মতো দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণবাত আজ নিম্নচাপে পরিণত হচ্ছে। মঙ্গলবারের পর বুধবার রাতে সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার সকালে মান্দাস তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে আছড়ে পরতে পারে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে ভারতীয় উপকূলের দিকে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ তামিলনাড়ুর দিকে থাকায় বাংলার আবহাওয়ায় এর বিশেষ কোনো প্রভাব পড়বে না বলে ধারনা আবহাওয়াবিদদের।

today weather news, weather, weather update, weather update in west bengal, mandous, cyclone mandous, পশ্চিমবঙ্গ, আজকের আবহাওয়ার খবর, আবহাওয়া, আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, পশ্চিমবঙ্গে আজকের আবহাওয়া, মান্দাস, ঘূর্ণিঝড় মান্দাস
বঙ্গে শীত উঁকি মারতেই ঘূর্ণিঝড় ‘মান্দাস’-এর আবির্ভাব! জানুন কেমন থাকবে আবহাওয়া

ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং অন্ধ্র উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হওয়া। ঘূর্ণিঝড় যত উপকূলের থেকে এগিয়ে আসবে তত দমকা হওয়ার প্রবণতা বাড়বে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের এই সময় সাগরে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শনিবার ও রবিবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে।

সেই সাথে বর্তমানে বাংলার আবহাওয়ায় বেশ শীতের পরশ অনুভব করা যাচ্ছে। গতদিনের মতো আজও তাপমাত্রা ছিল স্বাভাবিকের মতোই। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ আদ্রতা ৯০ শতাংশের আশেপাশে এবং সর্বনিম্ন আদ্রতা ৫০ শতাংশের কাছাকাছি।