সিত্রাং, Sitrang, weather, today weather, আজকের আবহাওয়া, আবহাওয়া, cyclone sitrang
চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, অন্যদিকে অমাবস্যার ভরা কোটাল ! বিশেষ সতর্কতা আবহাওয়া দপ্তরের | চিত্ত্র - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ কালীপূজার আগেই উপকূলে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং। দুর্গাপূজার মতোই কালীপুজাতেও বৃষ্টিতে ভাসবে বঙ্গ, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। তাছাড়া এই ঘূর্ণিঝড়ের প্রভাব সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বেশি পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যার কারণে ইতিমধ্যেই মাইকিং করে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হচ্ছে।

আজ শুক্রবার, আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ ও বাংলার বেশ কিছু এলাকায় প্রভাব ফেলবে। পাশাপাশি বঙ্গের বেশিরভাগ অঞ্চলগুলিতেই দেখা মিলবে ভারী বৃষ্টির। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও বাংলার দিকেই এগিয়ে আসছে। যার ফলে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা সমুদ্রে গিয়েছেন তাদেরকে দ্রুত ফিরে আসার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

আজ (Today Weather) আবহাওয়াঃ

আজ শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ শতাংশ। গতকালের তুলনায় আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে।

আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া:

আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনরকম বৃষ্টির পূর্বভাস নেই। ইতিমধ্যেই পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা পারদ নামতে শুরু করেছে আর কয়েক দিনের মধ্যেই শীতের আগমন ঘটবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ তেমন কোন বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা এবং কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে মেঘমুক্ত আকাশের দেখা মিলবে। তবে আগামী রবিবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা মিলবে বৃষ্টির এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।