পশ্চিমবঙ্গ ডেস্কঃ উপ নির্বাচনের পূর্বেই বঙ্গ রাজনীতিতে ফের তারকাদের আগমন। আগামী ১২ ই এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আসন্ন উপনির্বাচনে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লড়াই করবেন বিজেপি নেতা তথা গায়ক বাবুল সুপ্রিয় এবং আসানসোল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা।
একসময় বলিউডের সুপারস্টার ছিলেন শত্রুঘ্ন সিনহা, তবে তিনি রাজনীতিতে প্রবেশ করায় ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এখনো পর্যন্ত কোনো রকম আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেননি মিস্টার সিনহা। তবে তিনি যে আসানসোল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হবার জন্য স্টারডমের ব্যবহার তা বলাই বাহুল্য। কারণ আসানসোল বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে আসছেন বলিউড তারকা তথা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী খোদ।

জানিয়ে রাখি, শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা এতদিন পর্যন্ত রাজনৈতিক জগতে পা না রাখলেও বর্তমানে তিনি পিতার হয় প্রচার করতে খুব শীঘ্রই আসানসোলে পা রাখবেন। বলিউডের র্যজ্জো পান্ডেকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতা ও সদস্যরা। উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর প্রচার। চলছে দেওয়াল লিখন, বাবা ও মেয়ের ছবি দিয়ে ইতিমধ্যেই প্রচারে মেতে উঠেছে তৃণমূলের যুব সংগঠন।
জানিয়ে রাখি, গেরুয়া শিবিরের সঙ্গেও যুক্ত ছিলেন শত্রুঘ্ন সিনহা। ২০১৯ সালে গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ার সুযোগ পাননি সিনহা বাবু। যার কারণে তিনি গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে কংগ্রেসে যোগদান করেন।

তৃণমূলে তিনি যে যোগদান করবেন তা আগে থেকেই বোঝা গিয়েছিল। কারণ বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর তৃণমূলের ব্রিগেড নজর কেড়েছিলেন শত্রুঘ্ন সিনহা। এমনকি তিনি দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন।
একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে অমিত শাহ এবং বিজেপির একাধিক তাবড় তাবড় নেতাদেরকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার কারণে আসানসোলের তৃণমূলের প্রার্থীকে বহিরাগত বলে আক্রমণ জানিয়েছে বঙ্গ বিজেপি। এই প্রশ্নের জবাবে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, যেহেতু তিনি একজন অভিনেতা তাই তিনি ‘অল ইন্ডিয়া ফিগার’, তিনি কোন বহিরাগত নন।