পশ্চিমবঙ্গ ডেস্কঃ চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ। রাজ্যে ফের বাড়লো দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যে সংক্রমনের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। যা ইতিমধ্যেই ভাবাচ্ছে চিকিৎসকদেরকে।
গত ২৪ ঘন্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন মানুষ। সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘন্টায় করোনার জেরে প্রাণ হারিয়েছেন ১৩ জন মানুষ। করোনা ভাইরাস-এর দ্বিতীয় ঢেউয়ের দাপট আগের তুলনায় অনেকটা কমলেও। প্রতিনিয়ত ওঠানামা করছে করোনা গ্রাফ।
গত ২৪ ঘন্টায় করোনার জেরে নদীয়া জেলায় ৫ জন এবং উত্তর ২৪ পরগনায় তিনজন মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও কলকাতায় ১ জন, হাওড়ায় ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন ও দার্জিলিং জেলায় মৃত্যু হয়েছে ১ জন মানুষের। করোনা সংক্রমনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে কলকাতা। সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২২ জন। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় সেখানে ১০২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
এ রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৭ হাজার ৩০২ এর বেশি এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৩১ জন। এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন মানুষ। পশ্চিমবঙ্গে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৭৩৪ জন।
বর্তমানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহস যোগাচ্ছে করোনা জয়ীরা। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে বাড়ি ফিরে এসেছেন ৭৪৯ জন মানুষ। রাজ্য করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ২২ হাজার ৭৭২। বর্তমানে রাজ্য সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। তবে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতিমধ্যেই ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে রাজ্য সরকার।