jagdeep dhankhar, west bengal,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গতকাল কোচবিহারের শীতলকুচি ও মাথাভাঙ্গা গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের রাজ্য সফরকে ঘিরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যপালের এই সফরকে রাজ্যপাল বিজেপির ‘দালালি’ করছে বলেও অভিযোগ করেছেন অনেকেই।

আরও পড়ুনঃ আগস্টেই দেশে মিটবে সম্পূর্ণ ভ্যাক্সিনের চাহিদা, জানালো সেরাম এবং ভারত বায়োটেক

রাজ্যপাল জগদীপ ধনকড় শীতলকুচিতে পৌঁছানোর আগেই তাকে ‘গো ব্যাক’ শ্লোগানের মুখে পড়তে হয় তাকে। কোচবিহারের দিনহাটায় কয়েকজন মানুষ পথরোধ করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। এছাড়াও রাজ্যপালকে দফায় দফায় আটকানোর চেষ্টা হয়েছে। এছাড়াও তাকে দেখানো হয়েছে কালো পতাকা। ক্ষুব্দ হয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় গাড়ি থেকে বেরিয়ে এসে আইসিকে প্রকাশ্যেই ধমক দেন। রাজ্যপালের অভিযোগ এতে রাজ্য পুলিশের চূড়ান্ত গাফিলতি রয়েছে।

রাজ্যপালের রাজ্য সফরে একাধিক জায়গায় পথ অবরোধ করতে দেখা যায়। শীতলকুচির এমন পরিস্থিতি কে ঘিরে তিনি তৃণমূল সরকারকেই নিশানায় নিয়েছেন রাজ্যপাল। এছাড়াও তিনি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেন, “কেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত রক্ত ঝরে ?”

আরও পড়ুনঃ ভোটে জিতে নিজের এলাকায় কাজ শুরু করে দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী

গতকাল রাজ্যপালের রাজ্য সফরকে ঘিরে ধিক্কার জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি করোনা পরিস্থিতিতে কোচবিহারে গিয়ে রাজ্যপাল করোনা সংক্রমণ বাড়িয়ে তোলার চেষ্টা করেছেন। এছাড়াও কোচবিহারের বর্ষীয়ান তৃণমূল নেতা পার্থ প্রীতম রায় ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “ধিক্কার জানাই।” তবে ভিডিওর মাধ্যমে তিনি জানাতে চেয়েছেন, রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকর একপ্রকার বিজেপির হয়ে দালালী করেছেন।