মমতা বন্দ্যোপাধ্যায়, Mamta Banerjee, tmc, ভোট গননা, বিধানসভা ভোট
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্ক: আজ মুখ্যমন্ত্রী কালনাতে জনসভা করেন। কালনার জনসভায় দলত্যাগীদের উদ্দেশ্যে মনের ক্ষোভ প্রকাশ করেন তিনি। নাম না প্রকাশ করে ‘দুষ্টু গরু’, ‘মায়ের কুসন্তান’ বলে শুভেন্দু ও রাজীব কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলত্যাগী দের উদ্দেশ্যে কালনার জনসভায় তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী জানান, “তৃণমূলে দুষ্টু গরুর দরকার নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কয়েকটা দুষ্টু গরু হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছে। নিজেদের দুর্নীতি চাপা দেওয়ার জন্য। তারা গিয়েছ ভালোই হয়েছে। পাপ বিদায় নিয়েছে। যারা তৃণমূলে থেকে তৃণমূলের খারাপ করছে। তাদের তৃণমূল কংগ্রেস দলে থাকার কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস শুধু তারাই করবে, যারা মানুষের পাশে থাকবে এবং কাজ করবে।”

নাম প্রকাশ না করেই ক্ষোভ প্রকাশ করতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় তিনি আরো চড়া সুরে বলেন, “মা ছেলেদের কে খাইয়ে-দাইয়ে লালন পালন করবে, বড় করে তুলবে। আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়বে, কিংবা মায়ের যখন কিছু খাদ্যের প্রয়োজন হবে, তখন তুমি মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। মায়ের থেকে দূরে পালিয়ে যাবে। এ সন্তান কুসন্তান, এ সন্তান কখনো মায়ের সুসন্তান হতে পারে না।”

মুখ্যমন্ত্রী নাম প্রকাশ না করে দলত্যাগী শুভেন্দু ও রাজীব কে “দুষ্টু গরু” ও “মায়ের কুসন্তান” বলে ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা জবাব দিয়েছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি পাল্টা জবাবে বলেন, “কুসন্তান হলে তো আপনি-ই জন্ম দিয়েছিলেন। লালন পালন তো আপনি-ই করেছিলেন। সাংসদ ও আপনি বানিয়ে ছিলেন।”