delhi, acid attack, delhi acid attack, acid attack on 12th standard girl in delhi, crime, দিল্লি, অ্যাসিড নিক্ষেপ, দিল্লির অ্যাসিড নিক্ষেপের ঘটনা, দিল্লিতে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপ,
Delhi Acid Attack : দিল্লির দ্বারকায় ১৭ বছরের দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের অ্যাসিড হামলার শিকার এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায়। ওই স্থানের সিসিটিভি ফুটেজে ভেসে ওঠে দুই বাইক আরোহীর স্কুল ছাত্রীর উদ্দেশ্যে অ্যাসিড নিক্ষেপের দৃশ্য। ফুটেজটি পরে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে। আক্রান্ত ছাত্রীর বয়স ১৭ বছর।

ওই ছাত্রী স্থানীয় এক স্কুলে দ্বাদশ শ্রেণীতে পাঠরতা। বুধবারসে স্কুলেই যাচ্ছিল। হঠাৎ রাস্তায় তার উপর অ্যাসিড নিক্ষেপ করে ওই দুই দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পিঠে ব্যাগ নিয়ে ওই ছাত্রী রাস্তার ধার ধরে হাঁটছিল। সেই সময় সামনে থেকে বাইকে করে ওই দুষ্কৃতী আসে। পিছনের সওয়ারীর বাঁ হাতে অ্যাসিড ভরা পাত্রটি ধরা ছিল।

মেয়েটির কাছে এসেই ওই দুষ্কৃতী মেয়েটির মুখে অ্যাসিড ছুড়ে মারে। তাকে সাথে সাথে ভর্তি করা হয় দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে। সূত্রের খবর, যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল তার কোনো নম্বর ছিল না। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। কিন্তু হামলার কারণ এখনো স্পষ্ট নয়। ওই এলাকায় বসবাসকারী মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, ঘটনার সময় আক্রান্ত মেয়েটি এবং তার বোনের একইসঙ্গে ছিল৷ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। তদন্ত সংক্রান্ত প্রক্রিয়া শেষ হলেই পুরো ঘটনাটি সামনে আসবে।

আক্রান্ত ছাত্রীর বাবা জানান, অ্যাসিড ছোড়ার পর ঘটনাস্থলের নিকটস্থ এক প্রতিবেশীর বাড়িতে চলে যায় মেয়ে। সেখানে গিয়ে জল দিয়ে ভালোভাবে তার চোখ মুখ ধোয়া হয়। এরপর ছোট মেয়ে তড়িঘড়ি বাড়িতে খবর দেয়। দুই হামলাকারীর মুখ ঢাকা থাকার কারনে তাদের পরিচয় এখনও জানতে পারা যায়নি৷ বড় মেয়ের দুই চোখে অ্য়াসিড ঢুকে গিয়েছে।

চিকিৎসকদের দাবি, মেয়েটির মুখের ৮ শতাংশ পুড়ে গিয়েছে। কিন্তু ক্ষত ঠিক কতটা গভীর, সেটি এখনো স্পষ্ট নয়। হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে৷ তার অবস্থা এখন স্থিতিশীল৷ এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন, এই ধরনের অপরাধ কিছুতেই সহ্য করা হবে না৷ এই ধরনের কাজ করার সাহস অপরাধীরা পায় কোথা থেকে? দিল্লির প্রতিটি কন্যা সন্তানের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷