রতন টাটা, ratan tata, bharat ratna award, delhi high court
"রতন টাটাকে ভারত রত্ন দেওয়া হোক" জনস্বার্থ মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ শিল্পপতি রতন টাটার নাম জানেন না বর্তমানে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না। মহামারী করোনা ভাইরাসের সময় দেশের মানুষকে সর্বত্র সেবা করে গিয়েছেন রতন টাটা। এছাড়াও দেশের মানুষের জন্য তিনি একাধিক কাজ করেছেন। শিল্পপতি রতন টাটার এই উদার মানসিকতা এবং দেশ ভক্তির জন্য তাকে যেন ভারতরত্ন পুরষ্কারে ভূষিত করা হয় তার জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু সেই আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।

শিল্পপতি রতন টাটা কে ভারতরত্ন উপাধি দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। কিন্তু মামলাকারীর সেই আবেদন খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি বিপিন সঙ্ঘীর বেঞ্চ জানিয়েছে, “একজন ব্যক্তিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার নির্দেশ কোর্টের এক্তিয়ারভুক্ত নয়। সরকারকে তারা কোনওভাবেই এই নির্দেশ পাঠাতে পারে না।”

রতন টাটা, ratan tata, bharat ratna award
“রতন টাটাকে ভারত রত্ন দেওয়া হোক” জনস্বার্থ মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট | ছবি – সংগৃহীত

এছাড়াও দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নবীন চাওলা বলেন, “এটা কী ধরনের আবেদন? সরকারকে কেউ এভাবে নির্দেশ দিতে পারে?” এরপর মামলাকারী আইনজীবীরা জানিয়েছেন, অত্যন্ত আবেদন জানাক আদালত। মামলাকারী আইনজীবীদের এমন মন্তব্যে পাল্টা জবাব জানিয়েছে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, “আপনি গিয়ে অনুরোধ করুন। কোর্ট কেন হস্তক্ষেপ করবে?”

দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই মামলা খারিজ করা হলে দিল্লি হাইকোর্টে মামলা দায়েরকরী আইনজীবী রাকেশ জানিয়েছেন, “দেশকে সেবা করছেন রতন টাটা। পাশাপাশি এই উদ্যোগপতির জীবনযাপন ছিমছাম। তাই তিনি ভারত রত্ন পাওয়ার যোগ্য।” এছাড়াও তিনি আরও বলেন, “রতন টাটার জীবনযাত্রা দেশ তথা বিশ্বের একাধিক উঠতি উদ্যোগপতির কাছে উদাহরণ। উনি একজন নেতা এবং সফল উদ্যোগপতি।”