পশ্চিমবঙ্গ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই কয়লা পাচার কাণ্ডের জেরে ইডির তলবের জন্য বারবার দিল্লিতে যেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অভিযোগ, তিনি কলকাতার বাসিন্দা তাহলে তাকে কেন বারবার দিল্লীতে ডেকে পাঠানো হচ্ছে। তা নিয়েই তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন। তবে সেই আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।
তৃণমূলের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় বড়সড় ধাক্কা খেলো দিল্লি হাইকোর্টে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বলের সাওয়াল কার্যত ধোপে টিকলোনা আদালতের সামনে।
উল্লেখ্য, বহু কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কে নোটিশ পাঠিয়ে জেরা করতে চায় ইডি। তবে কেন্দ্রীয় এজেন্সি তাদের দুজনকে দিল্লিতে জেরা করার নোটিশ পাঠায়। আর তারপরই তাদের যেন কলকাতায় জেরা করা হয়, এই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তারা।
ইডির পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকার রয়েছে সর্বভারতীয় স্তরে তদন্ত করার। তা ছাড়া বেআইনি আর্থিক লেনদেনের মামলা কোনও থানা বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না।” এর পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বলেন, “পুরো বিষয়টির তদন্ত করছে ইডির দপ্তরের একটি ইউনিট। সুতরাং, জেরা করতে তাঁরা দিল্লিতে ডাকতেই পারেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ। দিল্লিতে একটি ঠিকানা রয়েছে তাঁর। তাহলে অসুবিধার তো কোনও কারণ নেই।”
এই প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল জানান, মহিলা, শিশু এবং শারীরিকভাবে অক্ষম দের বাড়িতে গিয়ে জেরা করার নিয়ম। এছাড়া তিনি আরও বলেন, কয়লা পাচার কাণ্ডের জেরে অভিষেক এবং রুজিরাকে কেন দিল্লিতে ডেকে জেরা করা হচ্ছে তার কোন যুক্তি দিতে পারিনি ইডি। তবে তার সেই যুক্তি কোন রকম ভাবেই কাজে এলোনা। তবে শেষমেশ অভিষেক এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট।