আমিত শাহ, amit shah, bjp,indian home minister
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগেই ফের জঙ্গলমহলে সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম দফার ভোট প্রচার শেষ করলেন। জঙ্গলমহলের কোনা স্থান বাদ দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গলমহলের আর কোথাও বাকি নেই বোধ হয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুরে দেখার।

আমিত শাহ, amit shah, bjp,indian home minister
ছবিঃ ফেসবুক

আজ পুরুলিয়ায় বাগমুন্ডিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো কে আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা থেকে অমিত শাহ জানিয়েছেন, ‘দিদি খেলা হবে বলে আদিবাসীদের ভয় দেখাচ্ছেন। এই লাল মাটির জন্য কিছুই করেনি তৃণমূল সরকার। দিদি বাচ্চারা এই বাংলায় ফুটবল খেলে, আপনার খেলা হবে স্লোগানে কেউ ভয় পায় না।’

এছাড়াও তিনি জানিয়েছেন, “দিদির গুন্ডাদের ভয় পাবেন না। গেরুয়া শিবির ক্ষমতায় আসার পর দিদির একজন গুন্ডাও আর কাউকে ভয় দেখাতে পারবে না। বাংলায় হিংসার রাজনীতিতে ভরে গিয়েছে। এই বাংলাকে হিংসামুক্ত করবে বিজেপি সরকার”।

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সভামঞ্চ থেকে জানিয়েছেন, “জঙ্গলমহলের নতুন এইমস তৈরি করবে বিজেপি। বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া তখনই যাবে, যখন দিদি বাংলা ছেড়ে যাবে। ম্যালেরিয়া, ডেঙ্গু নির্মূল করতে দিদিকে বাংলা থেকে সরানো প্রয়োজন।”

এছাড়াও শাহ জানিয়েছেন, “বাংলায় বেকারত্ব বেড়ে চলেছে। প্রথমে বামেদের আমলে শিল্প বন্ধ হয়েছে। এবার তৃণমূল বিনিযোগকারীদের বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।” এছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ছাড়েননি অমিত শাহ।

আমিত শাহ, amit shah, bjp,indian home minister
ছবিঃ ফেসবুক

তৃণমূল সুপ্রিমোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “বাংলা কে এগিয়ে নিয়ে যাচ্ছেন না মমতা। সবকিছুতেই কাটমানি দিতে হয়। অনলাইনে আদিবাসীদের সার্টিফিকেট দিয়ে কাটমানি বন্ধ করবে বিজেপি সরকার।”

এছাড়াও তিনি জানিয়েছেন, “মোদি সরকার এ দেশের কল্যাণ করতে চান। আর দিদি শুধু ভাইপোর কল্যাণ করে চলেছেন। আমফান, বুলবুলের জন্য ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছেন নরেন্দ্র মোদি। কিন্তু মমতা দিদি কিছুই দেননি সাধারণ মানুষকে। যদি স্ক্যাম চান তাহলে দিদি কে ভোট দেবেন। আর যদি স্কিম চান তাহলে মোদিকে ভোট দেবেন”। কটাক্ষ করে জানিয়েছেন শাহ‌।

দেশের উন্নয়নের কথা তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘দেশে ১২ কোটির বেশি গরিব মানুষকে গ্যাসের সিলিন্ডার দিয়েছে মোদি সরকার। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে মোদি সরকার। আরো উন্নয়ন করবে মোদি সরকার।অনুপ্রবেশকারীদের কে বাংলা থেকে খুঁজে খুঁজে বার করবে বিজেপি সরকার”।

জনসভা থেকে তিনি আরও জানিয়েছেন, ‘পুরুলিয়াকে রেলের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপি বদ্ধপরিকর। বিজেপি সরকার দেশের কল্যাণ চাই। সেই জন্যই পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি সরকার। ঝাড়গ্রামে সংগ্রহশালা তৈরি করবে বিজেপি সরকার, সেখানে বিরসা মুন্ডার মূর্তিও থাকবে’।